আমাদের কথা খুঁজে নিন

   

একটি খুবই মূল্যবান দোয়ার বই। সামনে দেশে যেই ভয়ানক গন্ডগোল হতে পারে, তা থেকে বাঁচতে হলে এই বইটি একান্ত দরকার।

বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর। প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।



سم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার। পরম করুণাময়ের দয়ায় একটি খুবই মূল্যবান দোয়ার বই প্রকাশিত হয়েছে। যারা বিপদে পড়ে পেরেশান হয়ে উদ্ভ্রান্তের মত ছুটাছুটি করছেন;কিংবা যারা শত্রুর ভয়ে আতংকিত বা ফেরারী জীবন যাপন করছেন,কিংবা মিথ্যা মামলায় ফেসে গিয়ে ভিটে ভাটি বিক্রি করে দেয়ার উপক্রম; কিংবা অভাবের তাড়নায় হন্যে হয়ে ঘুরছেন কর্মের খোঁজে , ইত্যাদি হরেক রকম সমস্যা সংকটে পড়ে যারা দিশেহারা হয়ে গেছেন, আল্লাহ্‌র সৃষ্ট মাখলুকের পিছনে ঘুরে ঘুরে হয়রান,পেরেশান,অস্থির এবং মহাব্যস্ত;তারা যেন আল্লাহ্‌মুখী হয়ে দুনিয়ার ছোট সমস্যা থেকে সহজে উদ্ধার পেয়ে আখেরাতের বিরাট,কঠিন সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমল করার সময় ও সুযোগ করে নিতে পারেন,সেই জন্য এই কিতাব। বিশেষ করে বাংলাদেশের কওমি মাদরাসাগুলো তথা হেফাজতে ইসলাম যেই মহা বিপদে আর গ্যাঁড়াকলে পড়েছে,তদের জন্য এই কিতাব অতি জরুরী।

যদিও বইটির মাঝে অনেক বানান ভুল,সাধু চলিতের মিশ্রণ,অনুবাগত ত্রুটি ইত্যাদি রয়েছে তারপরেও আশা করি বইটি বিপদগ্রস্তদের অনেক উপকারে আসবে। তবে বইটি থেকে নিশ্চিতভাবে উপকার পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরান শুদ্ধ করে পড়া জানতে হবে। আরো শর্ত আছে,সেগুলো বইয়ের ভিতর বিভিন্ন জায়গায় জানিয়ে দেয়া হয়েছে। যারা বলবেন,বাজারে দোয়ার বইয়ের অভাব আছে নাকি? তাদেরকে বিনীত ভাবে বলবো,এই বইটির মাঝে অবশ্যই এমন কিছু স্বাতন্ত্র্য আছে যা অন্য দোয়ার বইগুলোতে নেই। দয়া করে এক এক করে পৃষ্ঠাগুলো একটু নজর বুলিয়ে দেখুন।

বিশেষ করে বইয়ের প্রথম চার পৃষ্ঠা এবং শেষের দিকে মলাটের দুই পৃষ্ঠা একটু পড়ে দেখুন। আরো বিশেষ করে ১ম অধ্যায় থেকে দু'একটি দোয়ার অনুবাদ পড়ে দেখুন। নীচে বইটির সূচিপত্র দেয়া হলো। তা দেখে বইটি সম্পর্কে সামান্য আন্দাজ করতে পারবেন। তবে অস্থির, অধৈর্য লোকের জন্য এই বই নয়।

সূচিপত্র দোয়ার গুরুত্ব .....................................................................১ দোয়া কিভাবে কবুল হবে .........................................................২ এই কিতাব থেকে যেভাবে আমল করবেন....................................২ ১ম অধ্যায়ঃ আল্লাহ পাকের অতি উচ্চ প্রশংসামূলক বাক্যাবলী............৩ আল্লাহ্‌ পাকের প্রশংসা করার ফজীলত..........................................৩ আল্লাহ্‌র আরশ বহনকারী ফেরেশতাদের তাসবীহ..............................৮ যে জিকির একবার পড়লে সারা দিনরাত জিকির করার চেয়ে উত্তম.........৯ ২য় অধ্যায়ঃ ইসমে আজম সম্বলিত বিরাট মূল্যবান দোয়াসমূহ............১৩ ৩য় অধ্যায়ঃ অতি মূল্যবান ও ফজীলতময় কিছু দরূদ........................১৫ দরূদে নারিয়্যাহ, দ্রুত সমস্যা সমাধানের দরূদ.................................১৭ দরূদে তুনাজ্জীনা পড়া জায়েজ হওয়ার দলীল....................................২১ পেশাব বন্ধ হয়ে গেলে যে দরূদ পড়তে হয়....................................২৩ ৪র্থ অধ্যায়ঃযেকোন প্রয়োজন,সমস্যা,ভয়,কস্ট ও বিপদ-আপদেযা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। .....................২৩ অতি গুরুত্বপূর্ণ দু'টি দোয়া.........................................................২৬ ঐতিহাসিক এক বহু পরীক্ষিত দোয়া..........................................২৮ বিপদ থেকে মুক্তির নিশ্চিত ব্যবস্থা.............................................২৮ সাহাবী আ'লা বিন হজরামীর সেই বিখ্যাত দোয়া..............................৩৩ সেজদার চৌদ্দটি আয়াতের আমল................................................৩৪ সন্তান হারানো গেলে যা করবেন........................৩৬ নৌকা ও লঞ্চ ডুবি থেকে রক্ষা পাওয়ার আমল..................................৩৭ জেলখানা থেকে মুক্তির আমল......................................................৩৭ সকল বিপদ থেকে মুক্তির আমল...................................................৩৭ ৫ম অধ্যায়ঃকোন জালেম শাসক বা গুণ্ডা-পাণ্ডার ক্ষতি থেকে রক্ষাপাওয়ার দোয়া..................................................................৩৭ অত্যন্ত সুন্দর একটি দোয়া............................................................৩৯ অতি মূল্যবান দোয়ায়ে আনাসী......................................................৪২ ডাকাতের কবল থেকে রক্ষা পাওয়ার আমল..................৪৩ শত্রুরা যদি আপনার বাড়ী ঘেরাও করে ফেলে..................৪৪ দুষ্ট বাচ্চা ও অবাধ্য পশুকে বাধ্য ও শান্ত করার আমল.............৪৪ ডাকাতের হামলা থেকে বাড়ী ওগ্রাম রক্ষা করার আমল এবং ১০০ রোগের চিকিৎসা .........................................................৪৪ যে আমলের কারনে সাহাবীর ঘর থেকে চুরি করে চোর বের হতে পারেনি- ৪৪ নীচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন । এক মেগা বাইটের চেয়েও কম। View this link কিছু অতীব জরুরী পোষ্টঃ মাথা খুব ঠান্ডা রেখে পড়তে হবে ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব । হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন।

যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন। দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.