(প্রিয় টেক) গ্রাম বাংলায় হাটের যাওয়ার অভিজ্ঞতা কম বেশী অনেকেরেই আছে। বড় কোন বট গাছের নিচে বা নদীর পাড়ে সপ্তাহের যে কোন দুই বা এক দিন হাট বসে। সবাই সেখান থেকে প্রয়োজনীয় নিত্য উপকরণগুলো ক্রয় করে নেয়। কিন্তু রাজধানী ঢাকা শহরে হাট! ভুল বলছি না। নাগরিক এই ঢাকা শহরে বসেছিলো দুই দিনের হাট। তবে গ্রামের এই হাটের থেকে ভিন্নতা ছিলো ধানমন্ডিতে অনুষ্ঠিত এই হাটের। গত ৬-৭ অক্টোবর এই দুই দিন ধানমন্ডির ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।