নানা উদ্যোগের কারণে এ বছর রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংকের রেকর্ড পরিমাণ খেলাপিঋণ আদায় হয়েছে। চলতি ২০১৩ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটি তিন হাজার ১৮ কোটি আট লাখ টাকা খেলাপিঋণ আদায় করেছে। যা এ যাবৎকালের রেকর্ড পরিমাণ। গত বছরের একই সময় আদায় হয়েছিল ৫৭৩ কোটি ৫৬ লাখ টাকা। শুধু তাই নয়, এ বছর নগদে আদায় বেড়েছে। বছরের নয় মাসে খেলাপি ঋণ নগদ আদায় হয়েছে এক হাজার ২৬৮ কোটি ২২ লাখ টাকা। নগদ ব্যতীত আদায় হয়েছে এক হাজার ৪৪৯ কোটি ৮৬ লাখ টাকা। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বছরের শুরুতে কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছিল আর তা বাস্তবায়নের জন্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী কঠোর পরিশ্রম করেছেন। ফলে এ বছর রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ আদায় হয়। এ ছাড়া সার্বিকভাবে ব্যাংকের কাজকর্মে মনিটরিং জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হলমার্ক কেলেঙ্কারির কারণে সোনালী ব্যাংকের খেলাপিঋণ বেড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।