'স্বাধীনতার ৪২ বছর পরও জাতি একটি গ্রহণযোগ্য সংবিধান পায়নি। পায়নি গণমুখী একটি শাসন ব্যবস্থা। তাই সংখ্যাগরিষ্ঠদের ওপর বারবার নেমে এসেছে লাঞ্ছনা আর নির্যাতন।' গতকাল বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, 'শান্তি চুক্তির ১৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন করেনি কোনো শাসকগোষ্ঠী। পাহাড় থেকে আসা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার নেপথ্যে কি আছে তা খুঁজে বের করতে হবে।
সক্রিয় হতে হবে সমাজ পরিবর্তনের প্রগতিশীল রাজনীতিতে।' পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সভাপতি প্রিতম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির, বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি সাদাফ নুর ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাথ চাকমা। সন্তু লারমা আরও বলেন, 'গণমুখী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়িত্ব রয়েছে। তাই তাদের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতন্ত্রমুখী রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।