আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালের সহজ জয়

লা লিগায় শিরোপার পথে এগিয়ে যাওয়ার পুরো সুযোগটাই কাজে লাগাল রিয়াল মাদ্রিদ। শনিবার বার্সেলোনা হেরে যাওয়ার পর কার্লো আনসেলত্তির শিষ্যদের সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার। রবিবার রিয়ার মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে হারিয়েছে লেভেন্তেকে। এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা! রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা এই গোলের মাধ্যমেই স্পর্শ করলেন লুইস সুয়ারেজকে। ইউরোপীয়ান গোল্ডেন বুট জয়ের তালিকায় দুজনেই অবস্থান করছেন সমান্তরালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.