আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালের সহজ জয়

ইসকো এবং ক্রিষ্টিয়ানো রোনালদোর সৌজন্যে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল তারা সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিককে ৩-১ গোলে পরাজিত করেছে। ম্যাচের ২৬ ও ৭২ মিনিটে দুটি গোল করেন ইসকো। প্রথমার্ধের শেষ মিনিটে একটি গোল করেন রোনালদো। এই গোল দিয়েই লা লিগায় রোনালদো চলতি মৌসুমে গোলের খাতা খুললেন। এছাড়া এই জয়ে রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করল। লা লিগায় জয় পেয়েছে ভিলারিয়াল এবং ভ্যালাদলিদও। গত শনিবার ভিলারিয়াল ৩-০ গোলে পরাজিত করে ওসাসুনাকে। এই জয়ে ভিলারিয়ালও ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করল।

এদিকে ইতালিয়ান সিরিএ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। ভিডালের ডাবল এবং মিরকো ও তেভেজের একটি করে গোলে জুভরা জয় পেয়েছে ৪-১ ব্যবধানের। এই জয়ে জুভেন্টাস ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করল। সিরিএ লিগে জয় পেয়েছে হিগুয়েনের দল নেপোলিও। আর্জেন্টাইন তারকা ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোল করে দলকে জয় এনে দিয়েছেন। নেপোলি গত শনিবার ৪-২ গোলে পরাজিত করেছে শিভোকে। হিগুয়েন ছাড়াও নেপোলির পক্ষে দুটি গোল করেছেন মালেক এবং একটি গোল করেছেন কলিয়ন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.