আমাদের কথা খুঁজে নিন

   

এখনো জয়ের আশা ব্ল্যাক ক্যাপসদের

চিরবৈরী সম্পর্ক ক্রিকেট আর বৃষ্টির। এ সম্পর্কের জেরে ক্রিকেটে বার বার হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনেও শেষ ১৫ ওভার পণ্ড হয় বৃষ্টির কারণে। শেষের ওভারগুলো নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের সম্ভাবনাও হাতছাড়া হয়েছে বলে মনে করেন নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ট্রেন্ট বোল্ট বলেন, 'আমাদের দারুণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির জন্য এ সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। যদি পুরো ওভার খেলতে পারতাম, তাহলে অনেক এগিয়ে যেতাম।'

ম্যাচের চার দিনে দুই দলের সমন্বিত উইকেট পড়েছে মাত্র ২১টি। রান উঠেছে হাজারের ওপরে। এমন পরিসংখ্যান যেখানে, সেখানে শেষ দিনে বাংলাদেশকে অলআউট করে এখনো জয়ের স্বপ্ন দেখছেন বাঁ হাতি পেসার বোল্ট, 'ভালো কিছু করতে পারলে এখনো জয় সম্ভব। সকালে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা দেওয়ার চিন্তা রয়েছে। বৃষ্টি না হলে আজই অনেক এগিয়ে যেতাম। এর পরও আগামীকাল (আজ) একটা সুযোগ নেওয়ার চেষ্টা করব আমরা।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.