রোববার ফাইনালে জোকোভিচ ৬-১, ৩-৬, ৭-৬ গেমে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়েছেন। সেমিফাইনালে দেল পোত্রোর কাছেই হেরে গিয়েছিলেন নাদাল।
৬ অক্টোবর নাদালকে সহজেই হারিয়ে চায়না ওপেনের শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
রোববার অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে সার্বিয়ান তারকাকে। প্রথম সেট মাত্র ৩০ মিনিটে জেতার পর দ্বিতীয় সেট হেরে যান তিনি।
শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে তীব্র লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন দেল পোত্রোকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাংহাই মাস্টার্স জয়ের আনন্দে ভেসে গেছেন জোকোভিচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।