আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা

গদ্য : অতিথির স্মৃতি

জ্ঞানস্তর :

১। লেখক দেওঘরে কেন এসেছিল?

উত্তর : লেখক দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন।

২। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরম্ভ হয়?

উত্তর : অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়।

৩।

পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?

উত্তর : পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা।

৪। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো?

উত্তর : একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো।

৫। সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন?

উত্তর : যাদের বাতব্যাধি, সন্ধ্যার পূর্বে তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন।

৬। 'কি রে, যাবি আমার সঙ্গে?'-এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?

উত্তর : 'কি রে, যাবি আমার সঙ্গে?'-এ প্রশ্ন একটা কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে?

৭। কার যৌবনে শক্তি-সামর্থ্য ছিল?

উত্তর : কুকুরটার যৌবনে শক্তি-সামর্থ্য ছিল?

৮। লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান?

উত্তর : লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান।

৯।

আলো নিয়ে কে এসে উপস্থিত হলো?

উত্তর : আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো।

১০। 'ও আমার অতিথি, ওকে পেটভরে খেতে দিও। '- কাকে এ আদেশ দেওয়া হয়েছে?

উত্তর : 'ও আমার অতিথি, ওকে পেটভরে খেতে দিও। '-এ আদেশ বামুনঠাকুরকে দেওয়া হয়েছে।

১১। প্রত্যহ অনেক কী ফেলা যায়?

উত্তর : প্রত্যহ অনেক খাবার ফেলা যায়।

১২। কে খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত?

উত্তর : মালির বউ খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত।

১৩।

বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে?

উত্তর : বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি।

১৪। মালির বউ কাকে মেরে ধরে বের করে দিয়েছে?

উত্তর : মালির বউ কুকুরটাকে মেরে ধরে বের করে দিয়েছে।

১৫। কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়?

উত্তর : কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়।

১৬। কাদের দোর খোলার শব্দে অতিথি পালাল?

উত্তর : চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালাল।

১৭। শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হলো?

উত্তর : শরীর না সারলেও লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হলো।

১৮।

নানা ছলে লেখক দেওঘরে কয়দিন দেরি করলেন?

উত্তর : নানান ছলে লেখক দেওঘরে দুই দিন দেরি করল।

১৯। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না?

উত্তর : সবাই বকশিশ পেলেও অতিথি অর্থাৎ কুকুরটি বকশিশ পেল না।

২০। কে কুলিদের সাথে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল?

উত্তর : অতিথি অর্থাৎ কুকুরটি কুলিদের সঙ্গে ছোটাছুটি করে খবরদারি করতে লাগল।

অনুধাবনমূলক :

১। 'মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল'- লেখকের এ ভাবনার কারণ ব্যাখ্যা কর।

২। 'ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন!'- বুঝিয়ে লেখ।

৩।

দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হওয়ার কারণ ব্যাখ্যা কর।

৪। কুকুরটি ঘরের ভেতরে ঢোকার সাহস না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।

৫। 'আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে।

'- ব্যাখ্যা কর।

৬। লেখকের অতিথির উপবাস করার কারণ দর্শাও।

৭। লেখকের সাথে দুদিন কুকুরটার দেখা না হওয়ার কারণ বুঝিয়ে লেখ।

৮। দুদিন পরে কুকুরটিকে দেখে লেখকের মনে কী প্রতিক্রিয়া হলো? ব্যাখ্যা কর।

৯। কুলিদের সাথে কুকুরটির ছোটাছুটি করার কারণ দর্শাও।

১০।

'হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। '_ ব্যাখ্যা কর।

অধ্যায় : বাঙালির বাংলা

জ্ঞানস্তর :

১। 'বাঙালির বাংলা' প্রবন্ধটির লেখক কে?

উত্তর : 'বাঙালির বাংলা' প্রবন্ধটির লেখক কাজী নজরুল ইসলাম।

২।

'বাঙালির বাংলা' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : 'বাঙালির বাংলা' প্রবন্ধটি 'নবযুগ' পত্রিকায় প্রকাশিত হয়।

৩। বাঙালির কোন শক্তি একেবারে নেই বললেই চলে?

উত্তর : বাঙালির কর্মশক্তি একেবারে নেই বললেই চলে।

৪। বাঙালির কিসে আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে?

উত্তর : বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তি হারিয়ে ফেলেছে।

৫। বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে?

উত্তর : বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে।

৬। তমঃ, তিমির ও জড়ত্বই কী?

উত্তর : তমঃ, তিমির ও জড়ত্বই অবিদ্যা।

৭।

কী কেবল অন্ধাকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়?

উত্তর : অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়।

৮। তমোগুণকে দমন করে কোনটি?

উত্তর : তমোগুণকে দমন করে প্রবল ক্ষাত্রশক্তি।

৯। 'রজোগুণ' অর্থ কী?

উত্তর : 'রজোগুণ' অর্থ হলো ক্ষাত্রশক্তি।

১০। বাঙালি আজম্ম কী?

উত্তর : বাঙালি আজম্ম দিব্যশক্তি সম্পন্ন।

১১। বাঙালির কী জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না?

উত্তর : বাঙালির ক্ষাত্রশক্তি জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না।

১২।

বাঙালির কিসের আগ্নেয়গিরি, অগি্ন উদ্গীরণ করল না?

উত্তর : বাঙালির চন্দ্রনাথের আগ্নেয়গিরি, অগি্ন উদ্গীরণ করল না।

১৩। প্রত্যেক মানুষই কী?

উত্তর : প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত।

১৪। মানুষের ত্রিগুণ কী কী?

উত্তর : মানুষের ত্রিগুণ হচ্ছে সত্ত্ব, রজঃ ও তমঃ।

১৫। সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে কোনটি?

উত্তর : সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে সত্ত্বগুণ।

১৬। সত্ত্বগুণের প্রধান শত্রু কোনটি?

উত্তর : সত্ত্বগুণের প্রধান শত্রু তমোগুণ।

১৭।

তমঃকে শাসন করতে পারে কে?

উত্তর : তমঃকে শাসন করতে পারে একমাত্র রজোগুণে।

১৮। বাঙালির মস্তিষ্ক ও হৃদয় কেমন?

উত্তর : বাঙালির মস্তিষ্ক ও হৃদয় ব্রহ্মময়।

১৯। বাঙালির দেহ ও মন কেমন?

উত্তর : বাঙালির দেহ ও মন পাষাণময়।

২০। বাংলার কী নিত্য প্রসন্ন?

উত্তর : বাংলার আকাশ নিত্য প্রসন্ন।

অনুধাবনমূলক

১। বাঙালি কবে অসাধ্য সাধন করবে? ব্যাখ্যা কর।

২।

বাঙালির দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন? ব্যাখ্যা কর।

৩। বাঙালি কীভাবে তাদের চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে? বুঝিয়ে বল?

৪। অবিদ্যা বলতে কী বোঝায়?

৫। 'বাঙালি আজম্ম দিব্যশক্তিসম্পন্ন।

'- কথাটির অর্থ ব্যাখ্যা কর।

৬। 'সত্ত্বগুণের প্রধান শত্রু তমোগুণকে ক্ষাত্রশক্তি দমন করে। '- ব্যাখ্যা কর।

৭।

'বাংলার হিমালয়কে তাঁরা সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন বলেছেন। ' কারা? বুঝিয়ে বল।

৮। বাংলাকে সকল দেশের রানী বলা হয় কেন? ব্যাখ্যা কর।

৯।

বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হয়েছে কেন? বুঝিয়ে বল।

১০। বাঙালির দেহ ও মনকে পাষাণময় বলা হয়েছে কেন? ব্যাখ্যা কর।

অধ্যায় : পড়ে পাওয়া

জ্ঞানস্তর :

১। কালবোশেখির ঝড় মানেই কী?

উত্তর : কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।

২। কে লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে?

উত্তর : বিধু লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে।

৩। আম কিসের মতো ঝরছে?

উত্তর : আম শিলাবৃষ্টির মতো ঝরছে।

৪।

টাকাকড়ি রাখার বাঙ্কে পাড়াগাঁয়ে কী বলে?

উত্তর : টাকাকড়ি রাখার বাঙ্কে পাড়াগাঁয়ে ডাবল টিনের ক্যাশ বাঙ্ বলে।

৫। ডাবল টিনের ক্যাশ বাঙ্ কারা কুড়িয়ে পেয়েছে?

উত্তর : ডাবল টিনের ক্যাশ বাঙ্ লেখক ও তার বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে।

৬। লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল?

উত্তর : লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।

[চলবে]

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.