আমাদের কথা খুঁজে নিন

   

সরকার কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিø

সরকার কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিলে দেশে গৃহযুদ্ধ লাগবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। গতকাল দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলোকে আলিয়া মাদ্রাসার মতো করার চেষ্টা করবেন না। কওমি মাদ্রাসা যদি সরকারের নিয়ন্ত্রণে যায়, তাহলে আলিয়া মাদ্রাসার মতো নারী-পুরুষ একসঙ্গে লেখাপড়া করবে। তাদের মধ্যে অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি হবে। তখন আর ইসলাম থাকবে না।' এর আগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আগামী নির্বাচনে হেফাজতের ভূমিকা নিয়ে বলেন, 'হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। তাই হেফাজত কোনো নির্বাচনে অংশ নেবে না। তবে হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি কোনো দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে তাতে হেফাজতের কোনো আপত্তিও থাকবে না।'

এক প্রশ্নের জবাবে বাবুনগরী বলেন, 'কোনো কওমি মাদ্রাসায় বোমা তৈরি হয় না। বোমা তৈরি করে মানুষকে হত্যা করাও সমর্থন করে না। কোনো কওমি মাদ্রাসা জঙ্গিবাদের সঙ্গে জড়িত এটাও কেউ প্রমাণ করতে পারবে না।'

কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ প্রসঙ্গে বাবুনগরী হুমকি দিয়ে বলেন, এ আইন করতে গেলে লাখ লাখ লাশ পড়বে। ব্রিটিশ সরকারও কওমি মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টা করে সফল হয়নি।'

এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি, হাফেজ আহমদ উল্লাহসহ সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা সরকারিকরণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ নভেম্বর বিক্ষোভ সমবেশ, ২ নভেম্বর হাটহাজারীতে সমাবেশ এবং ১৬ নভেম্বর বিভাগীয় শহরে সমাবেশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.