আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

শচীনের হাফ সেঞ্চুরি

ক্রিকেট জীবনের যবনিকা টানার অপেক্ষায় আছেন শচীন টেন্ডুলকার। আর মাত্র দুটি টেস্ট খেলেই বিদায় জানাবেন তিনি। এ বছরই হয়তো লক্ষ্যটা পূরণ হয়ে যাবে তার। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে রঞ্জি ট্রফিতে শচীন টেন্ডুলকারের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ের হয়ে তিনি লড়াই করছিলেন হরিয়ানার বিপক্ষে। ম্যাচের তিন দিন শেষে যে সমীকরণ দাঁড়াল তাতে মুম্বাইয়ের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই ম্যাচে মুম্বাই কিংবা হরিয়ানার জয়ের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছেন শচীন টেন্ডুলকার। জীবনের শেষ ক্রিকেটযুদ্ধে নামার আগে এটা যে তার অনুশীলন পর্ব! তবে ভালোভাবেই উতরে গেলেন ক্রিকেট দেবতা। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে মুম্বাইকে কেবল পরাজয়ের হাত থেকেই বাঁচাননি, দেখাচ্ছেন জয়ের স্বপ্নও।

প্রথম বাউন্ডারি

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাল প্রথম বাউন্ডারিটি হাঁকিয়েছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়। নিউজিল্যান্ডের বোলার ম্যাকক্লিনাঘনের করা ওভারের তৃতীয় বলে কাভার দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ঠিক এই তৃতীয় বলেই এনামুলকে আউট করেন কিউই বোলার। মাত্র ১৩ রানেই আটকে যায় বিজয়ের ইনিংস।

পরাজিত বিজয়

টেস্ট সিরিজে রানের জন্য হাহাকার করেছেন এনামুল হক বিজয়। দর্শকদের প্রত্যাশা ছিল হয়তো ওয়ানডে সিরিজেই নিজেকে খুঁজে পাবেন বাংলাদেশ দলের এই ওপেনার। কিন্তু না, টেস্টের মতো ওয়ানডেতেও ব্যর্থ তিনি। তবে এবার অপয়া-১৩'র ফাঁদে পড়েছেন বিজয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। বিজয় যেন বারবার পরাজিত হচ্ছেন।

রেকর্ড মিস

আর একটু হলেই চতুর্থ উইকেট জুটিতে নতুন রেকর্ড হয়ে যেত। রেকর্ড বুকে নাম লেখাতেন মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। গতকাল তারা চতুর্থ উইকেট জুটিতে ১৫৪ রান করে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন। আর মাত্র ২১ হলেই তারা চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি স্পর্শ করে ফেলতেন। ফতুল্লায় ২০০৬ সালে কেনিয়ার বিরুদ্ধে চতুর্থ উইকেটে ১৭৫ রান করেছিলেন রাজিন সালেহ ও হাবিবুল বাশার সুমন।

দ্বিতীয় বিভাগে মোহামেডান!

প্রিমিয়ার হকি লিগ থেকে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান মাঠে না নেমেই দ্বিতীয় বিভাগে নামবে। হ্যাঁ, খাজা রহমত উল্লাহ সে আভাসই দিয়েছেন। সামনে হকির দলবদলের নতুন তারিখ ঘোষণা হবে। রহমত উল্লাহ আশা প্রকাশ করছেন দেশের বৃহত্তর স্বার্থে প্রতিটি দলই অংশ নেবে। অথচ মোহামেডান, মেরিনার্সসহ আরও কটি ক্লাব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই বর্তমান কমিটি থাকা অবস্থায় হকির কর্মসূচিতে অংশ নেবে না। এ ব্যাপারে রহমত উল্লাহ বলেন, এটা তাদের সিদ্ধান্ত হয়ে থাকলে আমাদের কিছু করার থাকবে না। বাইলজে আছে, দলবদলে কেউ অংশ না নিলে স্কাচড হয়ে যাবে। এখানে মেরিনার্স বা যত বড় দল হোক না কেন।

দুই নাইজেরিয়ান

ফুটবলে ভালো করার লক্ষ্যে আবাহনী তাদের প্রস্তুতি ভালোভাবেই শুরু করে দিয়েছে। লোকালদের পর্যবেক্ষণের পাশাপাশি কোচ নাথান হল বিদেশিদের যাচাই করে দেখবেন তারা আবাহনীতে খেলার যোগ্য কি না। সোমবার রাতে নাইজেরিয়ার প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলার লিকনুয়া কিংসলে ও ট্রিভে ববিকে উড়িয়ে এনেছে আবাহনী। আরও দুজন নাইজেরিয়ান ও একজন ডাচ ফুটবলারের আবাহনীতে যোগ দেওয়ার কথা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.