আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

ফাহাদ তৃতীয়

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠিত তরুণদের বিশ্ব দাবায় শেষ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের ক্ষুদে ফিদে মাস্টার ফাহাদ রহমান। গতকাল তিনি মঙ্গোলিয়ার সুগার গান-এরদেনেকে হারিয়েছেন। অনূধর্্ব-১০ বিভাগে ১১ খেলায় মোট সাড়ে আট পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন ফাহাদ। এছাড়া দ্রুতগতির (বি্লটজ) দাবাতে অংশ নিয়ে রানার্সআপ হয়েছেন তিনি। তরুণদের বিশ্ব দাবায় অনূধর্্ব-১০ বিভাগে ১৫১টি দেশের প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়।

গার্ড অব অনার

প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস আগেই ঘোষণা দিয়েছেন, এটিই তার শেষ টেস্ট। তাই কাল ডারবানে ব্যাট হাতে মাঠে নামার আগে দুই পাশে সারি হয়ে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডারকে 'গার্ড অব অনার' দিয়েছেন ধোনিরা। ক্যালিস যে কত উঁচু মানের ক্রিকেটার তা শেষ ম্যাচেও জানিয়ে দিচ্ছেন তার পারফরম্যান্স দিয়ে।

ডারবান টেস্টে স্টেইনের দাপুটে বোলিংয়ে ভারতকে ৩৩৪ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে পিটারসেন ও এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে জবাব দিচ্ছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি করেছেন জ্যাক ক্যালিসও। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ৭৮ রানে ব্যাট করছেন।

হঠাৎ ব্রাভো...

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎ করে দেশে ফিরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরতে বাধ্য হয়েছেন বলে মিডিয়াকে জানানো হয়েছে। ব্রাভোর ডাবল সেঞ্চুরিতেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছি ক্যারিবীয়রা। এমনিতেই গেইল ও স্যামুয়েলসের ইনজুরিতে পড়ায় খানিক দুর্বল হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভো দেশে ফেরায় আরেকবার ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে

ক্যারিবীয়রা। আজ নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে

নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা।

দ্বিতীয় বিভাগ ফুটবল

গতকাল দ্বিতীয় বিভাগ ফুটবলে জয় পেয়েছে ইউরো ফেমাস ক্লাব এবং কাওরান বাজার প্রগতি সংঘ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ইউরো ফেমাস ক্লাব ৪-১ গোলে পরাজিত করে শান্তিনগর ক্লাবকে। ইউরো ফেমাসের পক্ষে দুটি করে গোল করেন আকমল হোসেন ও সিদ্দিকুর রহমান। শান্তিনগরের পক্ষে একমাত্র গোলটা করেন জুয়েল রানা। দিনের দ্বিতীয় ম্যাচে কাওরান বাজার প্রগতি সংঘ ৩-১ গোলে হারিয়েছে প্রান্তিক ক্রীড়া চক্র। কাওরান বাজারের পক্ষে মাইনুদ্দিন দুটি ও রুবেল একটি গোল করেন। প্রান্তিক ক্রীড়া চক্রের পক্ষে একমাত্র গোলটা করেন একরাম।

আজারেঙ্কার জয়

সেরেনা উইলিয়ামসকে হারিয়েই অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি শুরু করলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ এই তরুণী গতকাল থাইল্যান্ডে এক প্রীতিম্যাচে সেরেনাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন। এই জয়ের ফলে নতুন বছরটা দারুণভাবেই শুরু করার প্রেরণা খুঁজে পেলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। এছাড়া গত ইউএস ওপেনের ফাইনালে সেরেনার কাছে পরাজয়ের একটা শান্ত্বনাও পেলেন তিনি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.