আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

উদ্বিগ্ন শ্রীলঙ্কা

আগামী জানুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল (এসএলসি)। দ্বিপক্ষীয় সিরিজ শেষে তারা খেলবে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে। লম্বা এই সফরে আসার আগে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা উদ্বিগ্ন করে তুলেছে তাদের। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ অনূধর্্ব-১৯ দল মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে যাওয়া তাদের আরও ভাবিয়ে তুলছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমিশন গঠন করতে যাচ্ছে লঙ্কান বোর্ড। বোর্ডের সচিব নিশান্ত রানাতুঙ্গা বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন। দুটি টেস্ট, দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হতে যাওয়া এশিয়া কাপ খেলতে থাকতে হবে সিরিজ শেষেও। ডেইলি মিরর'কে রানাতুঙ্গা বলেন,'আগামী কয়েক সপ্তাহ আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপরই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা চটজলদি কোনো ঘোষণা এখন দিতে চাই না। কারণ বাংলাদেশ আমাদের মতোই এশিয়ান দেশ। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমাদের মনে রাখতে হবে একই পরিস্থিতিতে আমরাও পড়েছিলাম, আমাদের এশিয়ান প্রতিবেশী দেশগুলো খুব সমর্থন দিয়েছে।' বাংলাদেশ বোর্ডের সঙ্গে কথাবার্তাও হবে জানালেন এসএলসি কর্মকর্তা, 'বাংলাদেশ বোর্ডের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। আমাদের সতর্ক থাকতে হবে কারণ এর আগে পাকিস্তানে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে।'

শীর্ষে ভিলিয়ার্স

আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর আসনটি আবারও পুনরুদ্ধার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ শেষে বিরাট কোহলিকে নামিয়ে এক ধাপ এগোলেন তিনি। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। একই সঙ্গে ওয়ানডে ও টেস্টের শীর্ষ ব্যাটসম্যানের জায়গা দখল করলেন ভিলিয়ার্স। তিন ম্যাচে ৬৩ গড়ে একটি করে শতক ও ফিফটি হাঁকিয়ে ১৮৯ রান করেছেন তিনি। এই সিরিজে টানা তিনটি শতক পাওয়া ওপেনার কুইন্টন ডি ককও র্যাঙ্কিংয়ে বিশাল ব্যবধানে এগিয়েছেন। তিন ম্যাচের কোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৬১ ধাপ এগিয়ে ১৪ নম্বর সেরা ব্যাটসম্যান। এদিন টানা তিনটি সেঞ্চুরি হাঁকানোর বিরল কৃতিত্ব গড়েন কক। এর আগে এই অর্জন ছিল মাত্র চারজনের।

মেয়ে সেজে বিশ্বকাপে

মহিলা কাবাডি বিশ্বকাপের ফাইনাল ভারত-পাকিস্তান ম্যাচের আগে লিঙ্গ বিতর্কে উত্তাল হয়ে উঠল ক্রীড়াঙ্গন। অভিযোগ উঠেছে পাকিস্তান মহিলা কাবাডি দলে অধিকাংশ খেলোয়াড় আসলে পুরুষ। শনিবার অনুষ্ঠিত হবে এ ফাইনাল খেলা। জানা যায়, পাতিয়ালায় মহিলা কাবাডি বিশ্বকাপে খেলতে আসা পাকিস্তান আর ইংল্যান্ড দল একই হোটেলে উঠেছে। তিন চার দিন পরই হঠাৎ সন্দেহ দানা বাধে ইংল্যান্ড দলের। যাদের সঙ্গে ওরা এক হোটেলে আছে তারা আসলে মেয়ে তো! সন্দেহটা সত্যি হওয়ার প্রমাণও নাকি মেলে। আর তাই ভারতে কাবাডি বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দলের অভিযোগ, পাকিস্তানের পুরুষরা আসলে মেয়ে সেজে এবারের বিশ্বকাপে খেলতে এসেছে। বিশ্বকাপে পাকিস্তানের মহিলা খেলোয়াড়দের শারীরিক গঠন, খেলার ধরন দেখে নাকি নিশ্চিতও হয়েছে ইংল্যান্ড কাবাডি দল। আর তাই কাবাডি মহিলা বিশ্বকাপে পাক খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার দাবি জানিয়ে আয়োজকদের চিঠিও লেখে ইংল্যান্ড কাবাডি ফেডারেশন। ৮ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে এই চিঠি লেখে ইংল্যান্ড দল। আয়োজকরা অবশ্য এই অভিযোগকে প্রথমে পাত্তা দেয়নি। সেই ম্যাচে ইংল্যান্ড হেরে যায় ২৮-৬৯। প্রসঙ্গত, পাকিস্তানের মেয়েরা চলতি বিশ্বকাপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে।

বোল্টকে ছাড়িয়ে

উসাইন বোল্টকে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ১৪ বছর বয়সী জেমস গালার। অবশ্য ২৭ বছর বয়সী জ্যামাইকানের ইতোমধ্যে গড়া বিশ্বরেকর্ডগুলোর কোনোটি নয়, ১৪ বছর বয়সে ২০০ মিটারে যেই রেকর্ড গড়েছিলেন সেটা ভেঙেছেন এই স্কুলবালক। রেকর্ড বইয়ে জায়গা করে নিতে গালার ২০০ মিটার অতিক্রম করেছেন ২১.৭৩ সেকেন্ডে। বয়সভিত্তিক রেকর্ডই শুধু নয়, বালক বোল্টের চেয়ে ০.০৮ সেকেন্ড বেশি দ্রুত দৌড়েছেন তিনি। টাউন্সভিলের এই বালক রেকর্ড তো গড়েছেনই, দেশের অ্যাথলেটিক কর্মকর্তারাদের বিস্মিত করেছেন।

স্কুল ফুটবল

খুব শীঘ্রই মাঠে গড়াবে স্কুল ফুটবলের দ্বিতীয় আসর। তার আগে কিছু আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করেছে বাফুফে। ২০১১ সালের পর আবারও স্কুল ফুটবলের সঙ্গে জড়াচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। প্রথম অবস্থায় ৪ হাজার ৮০০ স্কুলকে নিয়ে আসর পরিচালনা করবে। ২০১৪ সালের মে থেকে দ্বিতীয় মৌসুমের খেলা শুরু হবে।

বিরক্ত

অবরোধ থাকা সত্ত্বেও রাতে বাংলাদেশ জাতীয় ও এ দলের মধ্যে টি-২০ ম্যাচ উপভোগ করতে মিরপুরে ভালোই দর্শকের সমাগম ঘটছে। প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে দর্শক হয় হাতে গোনার মতো। সেখানে গুরুত্ব না থাকার পরও অবরোধের রাতে দর্শক আসছে কীভাবে। এ ব্যাপারে সাবেক এক ক্রিকেটার বললেন,এমনিতেই ক্রিকেটের প্রতি মানুষের আলাদা একটা ভালোবাসা রয়েছে। তারপর আবার সহিংস রাজনীতি দেখে নগরবাসী বিরক্ত ও শঙ্কিত। এই কারণে ক্রিকেট দেখে কিছুটা স্বস্তি পেতে চায় বলে গ্যালারিতে ছুটে এসেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.