সড়ক দুর্ঘটনায় ঝালকাঠিতে দুই ছাত্রলীগ নেতা, গোপালগঞ্জে ইউপি সদস্য নিহত হয়েছেন। বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। কালকিনিতে আহত টমটমচালক আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গাইবান্ধায় নিহত হয়েছেন গৃহবধূ। তা ছাড়া কলাপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। ঝালকাঠি : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে সদর উপজেলার বাউকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (২৪) ও ছাত্রলীগ কর্মী আলাউদ্দীন হাওলাদার (২১)। ছাত্রলীগের আরেক কর্মী মনোয়ার হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন। ছাত্রলীগের দুই নেতার আকস্মিক এ দুর্ঘটনায় প্রাণ হারানোয় শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম। বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে সান্তাহার-নওগাঁ মহাসড়কের কোমল দোগাছী নামক স্থানে এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আদমদীঘির কালাইকুড়ি গ্রামের আফতাব আলী খানের পুুত্র হারুন উর রশীদ (৪২) ও একই এলাকার মহির উদ্দিনের পুত্র মহসিন আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিয়াজ মোহাম্মদ রয়েল (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় অপর দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার নিশাতলা পেট্রল পাম্পের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ মোহাম্মদ রয়েল উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য। গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মালঞ্চা এলাকায় পাওয়ারটিলারের ধাক্কায় হাওয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার মালঞ্চা গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।