আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

আবাহনী চ্যাম্পিয়ন

বিজয় দিবস হকিতে শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। শিরোপা জিততে গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আবাহনী। আবাহনীর পক্ষে দুটি করে গোল করেন পুষ্কর ক্ষিসা মিমো ও আশরাফুল। এছাড়া খোরশেদুর রহমান, শেখ নান্নু ও হাসান যুবায়ের নিলয় বাকি তিনটি গোল করেন। সেনাবাহিনীর পক্ষে একমাত্র গোল পরিশোধ করেন মিলন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের আশরাফুল। সর্বোচ্চ গোলদাতা হন সেনাবাহিনীর আব্দুল মালেক। অবশ্য লিগ পর্বে আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছিল সেনাবাহিনী। এর আগে ২০১১ ও ১৯৯১ সালে বিজয় দিবসের শিরোপা জিতেছিল আবাহনী। পাঁচবারের রানার্সআপ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮১ সালে।

ক্যাম্পে ১৯ খেলোয়াড়

আসন্ন এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টের আবাসিক ক্যাম্পের জন্য ১৯ খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ডাক পাননি রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা, ইমরান হাসান পিন্টু ও জাহিদ হোসেন। এদেরকে এশিয়া কাপ হকিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশন। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামীকাল বিকাল ৪টায় কোচ নাভিদ আলমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রাথমিক স্কোয়াড :অসিম গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, তাপস বর্মন, খোরশেদুর রহমান, সাবি্বর হোসেন, হাসান যুবায়ের, কৃষ্ণকুমার দাস, মো. মাইনুল ইসলাম, রোকনুজ্জামান, পুস্কর ক্ষিসা মিমো, আব্দুল মালেক, রোমান সরকার, ফরহাদ আহমেদ শিতুল, সাদেকুর রহমান সিতুল, সারোয়ার হোসেন, ইরফানুল হক, রুবেল ও শেখ মো. নান্নু।

ওমানে খেলবেন জিমি

ওমান হকি লিগ খেলবেন রাসেল মাহমুদ জিমি। ওমানে খেলতে গত সপ্তাহে ঢাকা ছাড়েন জিমি। দেশসেরা এই হকি খেলোয়াড় গত দুই মৌসুম খেলেছেন জার্মানির দ্বিতীয় বিভাগে। ওমানে খেলতে গেছেন কামরুজ্জামান রানাও। গত এশিয়া কাপ হকিতে শৃঙ্খলা ভঙ্গের জন্য দেশের ঘরোয়া লিগে দুই বছর এবং জাতীয় দলে তিন বছর নিষিদ্ধ হন জিমি। এছাড়া জাহিদ হোসেন ও ইমরান হাসান পিন্টুকেও ঘরোয়া হকিতে ২ বছর এবং জাতীয় দলে ৩ বছর নিষিদ্ধ করেছে ফেডারেশন। রানা ঘরোয়া হকিতে এক বছর এবং জাতীয় দলে দুই বছর নিষিদ্ধ হন।

বিজয় দিবস শরীর গঠন

বিজয় দিবস শরীর গঠন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। প্রতিযোগিতার ভেন্যু জহির রায়হান কালচারাল সেন্টার, ৯০ কে বি রোড লোহারপুল, গেন্ডারিয়া। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫৫, ৬০, ৬৫, ৭০ ও ৭০ কেজি ঊধর্্ব পাঁচটি ওজন শ্রেণীতে। তবে জাতীয় জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স শরীর গঠন প্রতিযোগিতায় ১ম-৬ষ্ঠ স্থান অধিকারীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীরা ২৬ ডিসেম্বর বেলা ৩টা পর্যন্ত ফেডারেশনে নাম নিবন্ধন করতে পারবেন।

বিওএ কার্যনির্বাহী সদস্য

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী সদস্য হয়েছেন রোইং ফেডারেশনের সহ-সভাপতি খোরশেদ আলম। গতকাল বিওএ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ৩৩ ভোট নির্বাচিত হয়েছেন তিনি। তিনি হারিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরকে।

সাইকোরেসাস চ্যাম্পিয়ন

বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাইকোরেসাস। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে সাইকোরেসাস ৩ উইকেটে হারিয়েছে গ্রানওয়েলকে। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। ফাইনাল শেষে মিস্টিক ইন্টারন্যাশনাল স্কুলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

ভনের সেরা সোয়ান

একদিন আগেই হঠাৎ করে অবসর নিয়েছেন ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন সোয়ানের অভাব পূরণ হওয়ার মতো নয়। তিনি বলেন, 'গত ২০ বছরের বিবেচনায়, সোয়ানের বদলি হিসেবে কাউকে পাওয়াটা কঠিন হবে। সোয়ানকে ছাড়া গত পাঁচ বছর ইংল্যান্ড কতটা সিরিজ জিততে পারত আমি সেটা ভাবতেই পারছি না।' সোয়ান সম্পর্কে তার সতীর্থ ম্যাট প্রায়র বলেন, 'সোয়ানের সঙ্গে খেলতে পারাটা নিঃসন্দেহে একটা সম্মানের ব্যাপার। তোমাকে অভিবাদন সোয়ান।' ইংল্যান্ড স্পিনার মন্টি প্যানেসার বলেন, 'অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন সোয়ানকে। এক সঙ্গে দু'জন স্পিনার খেলানোটা আমরা মিস করব।'

ফ্লাওয়ারই কোচ

মর্যাদার সিরিজ অ্যাশেজে টানা তিন টেস্ট হেরেছে ইংল্যান্ড। সিরিজ তো হাতছাড়া হয়েই গেছে, এখন হোয়াইটওয়াশের মুখে কুকরা। এমন পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন হয়তো চাকরি হারাচ্ছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু দলীয় কোচের সমর্থনে এগিয়ে এলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি প্রধান নির্বাহী ডেভিড কলিয়ার জানিয়েছেন, ২০১৫ সাল পর্যন্ত ফ্লাওয়ারই দলের কোচ থাকবেন। বিবিসি রেডিওকে তিনি বলেন, 'আমাদের বিশ্বাস বিশ্ব ক্রিকেটের সেরা এক ব্যক্তিকেই আমরা পেয়েছি। তাই এই সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে হারলেও ইসিবির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এন্ডির উপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.