সেনাবাহিনীই সেরা
আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-১ গোলে বিমানবাহিনীকে পরাজিত করে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে মতিউর রহমান ঘাঁটির এরিয়া কমান্ডার মোহাম্মদ আনোয়ারুল হক সর্দার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর সার্জেন্ট সিরাজ সেরা খেলোয়ারেড় পুরস্কার পেয়েছেন।
শুরুতেই হ্যাটট্রিক
শেখ জামাল নামকরণের পর ফুটবলে ধানমন্ডি ক্লাবের চেহারাই পাল্টে গেছে। অথচ একসময় বড় দলগুলোর কাছে তাদের পাত্তাই মিলত না। গতকাল ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে অনেকেই মোহামেডান-ধানমন্ডি ক্লাবের অতীত ম্যাচের স্মৃতিচারণ করছিলেন। বিশেষ করে দুই দলের প্রথম সাক্ষাতে কী ঘটেছিল, এ ব্যাপারে অনেকেরই জানা নেই। তবে গ্যালারিতে বসা মোহামেডানের এক সমর্থক জানালেন, দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৭৯ সালে। সেবার দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা প্রথম বিভাগের উদ্বোধনী ম্যাচে ধানমন্ডি ০-৫ গোলে হেরে যায় মোহামেডানের কাছে। বাদল রায় হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন।
হাসপাতালে কাম্বলি
হৃদরোগে আক্রান্ত হয়ে কাল হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, চেম্বুর থেকে গাড়ি চালিয়ে বান্দ্রা যাওয়ার পথে কাম্বলি অসুুস্থ হয়ে পড়েন। হঠাৎ করেই গাড়ি থামিয়ে এক পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে ভারতের লিলাবতি হাসপাতালে রয়েছেন বিনোদ কাম্বলি। হাসপাতালে কাম্বলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আত্দসমালোচনা
টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও হার। ভারতে এসে সময়টা মোটেও ভালো কাটেনি ওয়েস্ট ইন্ডিজের। তবে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু নিজেদের স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তিনি বলেন, 'ব্যাটে-বলে আমরা কখনোই ধারাবাহিকতার প্রমাণ দিতে পারিনি। এজন্যই ভারত সফরে আমাদের মূল্য দিতে হয়েছে। তবে এটাও ঠিক যে, অনেক কিছুই আমরা সঠিকভাবে করেছি কিন্তু দুর্ভাগ্য জিততে পারিনি। আমরা অত্যন্ত হতাশ। ভারতে এই সিরিজ জয়ের একটা সুবর্ণ সুযোগ ছিল। আমরা আত্দবিশ্বাসের অভাবের কারণেই সিরিজটা নিজের করে নিতে পারিনি।' তবে ব্রাভো বেশি হতাশ ব্যাটিং নিয়ে। ব্যাটিংটা আর একটু ভালো হলে শেষে ম্যাচটাও ইতিবাচক ফল হতো বলে মনে করেন তিনি। ব্রাভো বলেন, 'ভারত ও আমাদের মধ্যে পার্থক্য ছিল মূলত ব্যাটিংয়ে। আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও তাড়াতাড়ি আউট হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।