গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!
জোকার
----------
হাস্যস্পদ রসিক মশাই, হাসছো তুমি কিসের আশায়?
কিসের দুঃখ ভুলতে তুমি - উঠছো মেতে রং তামাশায়?
মুখোশ পড়ে চেহারা ঢেকে, হাসছো কেবল থেকে থেকে।
রসিকতার রসটা ঢেলে, কষ্টটা - অস্পষ্ট রেখে।
দুষ্টজনের আশকারাতে, উঠছো নেচে রস ছড়াতে,
লুকিয়ে রেখে মনের আগুন - ফাজলামো আর মশকরাতে।
ভাবছো তুমি হাসবে খালি, জায়গা মতন বাজবে তালি,
যন্ত্রণা ঐ বুকে চেপে - তোমার আশার গুঁড়ে বালি।
নস্ট কথায় লিখে রাখা, কষ্ট তোমার যায় হে দেখা,
হাসির ফাঁকে কান্না গুলোয় - 'পষ্ট আজি ব্যাথার রেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।