এসির ঠাণ্ডা ঘরে বসে সেই বুদ্ধিজীবীটা ভাবে-
বিপ্লব হায় বিপ্লব কতোদূরে?
মহাকাশ জুড়ে জ্যোতিষীরা সব শ্রান্ত ক্লান্ত হয়;
বিড়বিড় করে স্বপ্ন ভাঙার কতো কথা তারা কয়-
বিপ্লবী গান স্বপ্নের মাঝে বাজছে অচিন সূরে।
বুদ্ধিজীবীটা বক্তৃতা দিয়ে ঘুমায় এখন-
স্বপ্নের মাঝে বিপ্লব তার স্টরে যায় বহুদূরে।
ওয়েস্টিনের মদের আসরে স্বপ্নের ফুলঝুরি
সুশীল সমাজ করেছে তাহার নয়া প্রকল্প চুরি।
সফল জীবন বুদ্ধিজীবীটা মানে ভরপুর ঘরখানি তার
সুন্দরী বিবি কথার বাহার ইঙ্গবঙ্গ মুক্তার হার।
এর মাঝে ভাবে বুদ্ধিজীবীটা বিপ্লব বিপ্লব;
গরিবের ব্যথা বাঙালি-পাহাড়ি আছে আরো কতো রব!
হাততালি পায় দিনরাত সে যে পশ্চিমাদের কাছে;
অনেক বাহবা সেই সঙ্গে যে বহুত ডলার আছে।
বুদ্ধিজীবীটা গম্ভীর হয়ে টয়লেটে বসে ভাবে-
বিপ্লব হায় বিপ্লব কতোদূরে?
বিপ্লব সব মরে গেছে কবে সমাধি অচিনপুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।