রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেওয়া এডওয়ার্ড স্নোডেন একটি রুশ ওয়েবসাইটে চাকরি করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। চলতি নভেম্বর মাস থেকেই স্নোডেন নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে সেই ওয়েবসাইটের নাম এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী স্নোডেন বিভিন্ন দেশ, পরামর্শক গোষ্ঠী ও নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপক নজরদারি ও আড়ি পাতার তথ্য ফাঁস করে দিলে সারা বিশ্বে শুরু হয় হৈচৈ। এ নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা ছাড়াও কূটনৈতিক জটিলতায় পড়তে হয় যুক্তরাষ্ট্রকে। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।