আমাদের কথা খুঁজে নিন

   

এবার ডিজিটাল প্রেম

এখন প্রেম হচ্ছে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে, ইন্টারনেটে ই-মেইল দিয়ে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তেমনি প্রেম চলেও যাচ্ছে বা সম্পর্ক ভাঙা হচ্ছে এসব মাধ্যমে। কাউকে প্রেমে চিরবিদায় জানাতে যুক্তরাষ্ট্রের নারী-পুরুষরা বেছে নিচ্ছেন ডিজিটাল মাধ্যম। এক সমীক্ষায় দেখা গেছে, প্রেম করতে করতে ৫৬ ভাগ নারী-পুরুষ তাদের সম্পর্ক চুকিয়ে দেন মেসেজ দিয়ে। তা মোবাইল ফোন কিংবা মেইলে হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক। এদের ৭৩ শতাংশ মনে করেন এ ধরনের বিচ্ছেদ আসলে উত্ত্যক্ত করার শামিল। ডেইলি মেইল প্রেম থেকে সরে যেতে এখন আর সামনে বা দেখা করে এ ধরনের কাজ কেউ সারতে চান না। চ্যাট করে যেমন সহজে সম্পর্ক হয়, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সম্পর্ক চুকে যায়। গত বছর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি প্রেমিক-প্রেমিকা তাদের সম্পর্ক চুকিয়ে দিয়েছেন এ ধরনের ডিজিটাল কায়দায়। বরং এভাবে সম্পর্ক ছিন্ন করাটা 'কম বিশ্রী' হিসেবে মনে করেন তারা। সমীক্ষায় অংশ নেন গত বছর প্রেমে মজেছিলেন এমন ২ হাজার ৭১২ নারী-পুরুষ, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তাদের জিজ্ঞাসা করা হয় কিভাবে তাদের সর্বশেষ সম্পর্ক চুকে গেছে। ৬১ ভাগ উত্তরদাতা বলেছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই কাজটি সেরেছেন এবং এরপর প্রিয়জনের ফোন নম্বরটি মুছে দিয়েছেন।* ইনফোটেক ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.