আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ প্রকাশে জড়িতদের শাস্তি চেয়ে রিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যকার ফোনালাপ মিডিয়ায় প্রকাশ কেন অবৈধ হবে না তা জানতে হাইকোর্টে রিট করা হয়েছে। ফোনলাপ প্রকাশে জড়িতদের শাস্তি চেয়ে জনস্বার্থে এ রিট করা হয়।

আজ শনিবার সংশ্লিষ্ট শাখায় আব্দুল্লাহ আল বাকীর পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন। রিট নম্বর ১০৯৯০/১৩।

যায়, রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

ফারুক বলেন, ‌প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা দুজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে যে সংলাপের পরিবেশ সৃষ্টি হয়েছিল কেবল ফোনালাপ প্রকাশ করার ফলে এ সম্ভাবনা এখন নষ্ট হয়ে গেছে। সংলাপের সম্ভাবনা বাতিল হওয়ায় দেশের জনগণ নীরাপত্তাহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। তাই জনস্বার্থে এ মামলা করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।