আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহে পাকিস্তানের পথ অনতিবিলম্বে বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। মার্কিন ড্রোন হামলায় তেরহিক-ই তালিবান পাকিস্তানের হেকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর এ আহ্বান জানালেন তিনি। সাংবাদিকদের ইমরান খান বলেন, সীমান্তবর্তী এলাকায় একের পর এক ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাহত করছে যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা তা নস্যাৎ করে দেয়। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধের একটি প্রস্তাব খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক অ্যাসেম্বলিতে উত্থাপনের ঘোষণা দেন এক সময়ের ক্রিকেট তারকা ইমরান খান। একই প্রস্তাব পাকিস্তানের পার্লামেন্টে তোলারও হুমকি দিয়েছেন তিনি। দ্য ডন।
প্রসঙ্গত, শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় পাঁচ সহযোগীসহ পাকিস্তানি তালেবানের প্রধান হেকিমুল্লাহ মেহসুদ নিহত হন। এতে পাকিস্তান সরকারের আশঙ্কা, মার্কিন ড্রোন হামলায় মেহসুদের নিহত হওয়ার ঘটনায় দেশটির তালেবানের সঙ্গে যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছিল তা মারাত্দক সংকটের পড়বে। ইতোমধ্যে মেহসুদ হত্যার সর্বাত্দক প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবান। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।