আমাদের কথা খুঁজে নিন

   

একটি গল্প এবং দেশের নৈরাজ্য



একটি গল্প এবং ************** তিন ভিক্ষুক দিন শেষে ভাঙা এক মসজিদের বারান্ধায় ঠাই নিল । তাদের নিকট সামান্য খাবার , একজনের উদর পূর্তি হবে । । ওরা শলা পরামর্শ করে টিক করে নিল , এক জন জেগে পাহারা দেবে দুজন ঘুমিয়ে থাকবে , ২য় প্রহরে আরেক জন জাগবে এবং বাকি দুজন ঘুময়ে নেবে , এবং শেষ রাতে আরেকজন জাগবে । ।

১ম বব্ধু প্রস্তাব দিল ভোরে আমরা একত্রিত হব এবং রাতে যে ভাল স্বপ্ন দেখবে সেই খাবার গুলু খাবে । এবার কথা মত দুই জন ঘুমিয়ে গেল আর টগ জাগরিত লোকটি যে টুকু খাবার ছিল খেয়ে নিল । । ভোঁরে উটে খাবারের লোভে স্বপ্নের বিবরন বলতে লাগল । ।

২য় জন বলল ভাই আমি পংকিরাজ ঘোড়ায় চড়ে চাঁদের দেশে এবং মঙ্গলে গিয়েছিলাম । সে দেশের রাজা আমাকে অভ্যর্থনা করে তার খাস দরবারে নিয়ে গেল , কত সুন্দর সুন্দর পরি আর নাছ আর গান , আহ কি মজা এখনও ''''''''' এবার ৩য় জন বলল আমি চলে গেলাম জীনের দেশে , সবাই আমাকে কুর্নিশ করল আর ভয়ে আমার সামনে কাঁপতে লাগল । । এবার ১ম জন বলল , হে আমার সাথিরা আমি ৩য় প্রহরে জেগে দেখি তোমরা আমার পাশে নাই , একজন চলে গেছ চাঁদে আরেকজন জীনের দেশে , তখন এক বিরাট তলোয়ার নিয়ে এক ডাকাত আমার সামনে খাড়া , হুংকার দিয়ে বলল খাবার যা আছে ছট জলদি খেয়ে নে নইলে মারব এক রদ্ধা । ।

বাকি দুই সাথিরা মিথ্যা বানিয়ে বলেছিল বিধায় ১ম ভিক্ষুক জিতে গেল । । আমাদের দেশে ও সামনের সারির যত নেতা নেতৃ ওরা মিথ্যা কথা হাজির করে এবং মাঝখান দিয়ে লুটেরা শকুনেরা সত্য সত্য মানুষের শান্তি এবং স্বাধীনতা ছিনিয়ে নিয়ে যায় । । এখনও সময় আছে আর স্বপ্ন দেখবেন না , সহিংস পরিবেশ ত্যাগ করে সমঝোতায় আসেন ।

। দেশ ও মানুষের শান্তি , স্বাধীনতায় ভিগ্ন সৃষ্টি করবেন না । । আমরা এমনি সভ্য দুনিয়ার মানুষ যে আদি অসভ্য যুগ কেও হার মানিয়েছি । যে শিশুর মুখে দুধ তুলে দেওয়া বাঁচার অধিকার আমরা তা দিতে পারেনি , যে ভুখা নাঙ্গা মানুষের মুখে নেই আহার সামান্য খাদ্যর অভাবে ধুক ধুক প্রান লয়ে কোন মতে প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম করে বেচে থাকে , আজ সেই শিশু নারি , বৃদ্ধ , অসহায় মানুষের জীবন বিনাশের জন্য বরং কোটি কোটি ডলার খরছ করি , বোমা ও আধুনিক মারনাশ্রের বানিয়ে তাদের কে হত্তা করার জন্য , এই কি উন্নত সভ্যতা , এই কি আধুনিক জ্ঞান বিজ্ঞানের দান ।

ছিঃ মানবাতা ছিঃ ''''''''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.