নব জাগরণ মন্ত্রণা শোন, ঋজু হও তাজা প্রান, নব মোড়কে বাসি জিনিসের হইয়াছে অবসান; একসাথে আজ গাইব মোরা শিকল ভাঙ্গার গান।
এই যে পোকা, তুই তো বোকা;
বুকের মধ্যে জমাট রক্ত, থোকা থোকা।
তবুও কেন মরিস ঘুরে,
করোটীটা ছিদ্র করে?
হৃদয় আমার ভাঙল যবে,
মস্তিষ্কে কি আর হবে!
বাঁধভাঙা রক্তক্ষরণ।
যেদিন সে যে শান্ত পায়ে,
উঠলো গিয়ে মৃত্যু-নায়ে;
ধরা হলো সাদাকালো;
সব আলো নিভে গেলো;
সুনসান অন্তকরন।
খোলস ভেঙে কষ্ট বলে,
ভাসিস কেন আঁখির জলে?
হিয়া আমার নিথর তখন;
শব্দগুলো বোবার মতন;
প্রতি শ্বাসে তাকেই স্মরণ।
বিধির কাছে প্রশ্ন এটাই,
নিঠুর খেলা থামবে কোথায়?
বাবুই বলে- জীবন তটে,
মৃত্যু আসে দৃশ্যপটে;
স্পর্শ করে মানবচরণ।
দিনের পরে রাত্রি দেখা,
মৃত্যুপুরের গন্ধ শোঁকা,
বিধির খাতায় এইতো লেখা;
কাঁদিসনে তাই ওরে বোকা;
ফিরতি পথে পদচারণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।