মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
কোন দলই হরতালের উর্দ্ধে না। নির্বাচনে পরাজিত হওয়ার পরই হরতাল, ভাংচুর শুরু করে, মানুষ হত্যা করে। এটা হোক সরকারী দল আর বিরোধী দল। আ'লীগ যখন বিরোধী দল ছিলেন তারা কি হরতাল দেন নাই? তারাও হরতাল, জ্বালাও পুড়াও করেছেন। তারা নাকি হরতাল পচ্ছন্দ করেন না।
অতীতের দিকে তাকান। আর বিএনপিরা তো এমনি এমনি হরতাল দেয় সাধারণ মানুষকে বাঁশ দেওয়র জন্য, সাধারণ মানুষকে পথে বসানোর জন্য। তারা কি জানেন তাদের হরতালের কোন স্বার্থকতা নেই। তারা কি বলতে পারবে যে, হরতাল দিয়ে সফলতা লাভ করেছে। যেকোন ইস্যু নিয়ে হরতাল করেই তারা সফল হন নাই।
তাহলে কেন এই হরতাল বুঝলাম না। যদি আন্দোলন করে সফল হতে পারতো তাহলে হরতালের স্বার্থকতা থাকতো।
সরকারে যতেষ্ঠ ভূল আছে যা আন্দোলন করার মতো। কিন্তু সেগুলো দিয়ে আন্দোলন জুরালো করতে পারেন না।
দুই দলকেই এখন এই দলাদলি না করে, সংঘাতের দিকে না গিয়ে সমাধানের পথে আসুন।
তাহলে আপনাদের জন্যও ভালো, আমারও আপনাদের অত্যাচার তেকে বাঁচি।
আল্লাহ আপাদনের ঈমান দান করুন।
"মইরা গেলে সব পইরাই থাকবো" কথা মনে আছে কি??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।