আমাদের কথা খুঁজে নিন

   

৩৯ রানে অলআউট নেদারল্যান্ড!

চাপে পড়লেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। আর এ কারণেই প্রোটিয়াদের নামের পাশে জড়িয়ে পড়েছে 'চোকার' শব্দটা। কিন্তু কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্নায়ূচাপের ম্যাচে তারা ২ রানে জিতে যায়। দারুণ এই জয়ে সেমিফাইনালের আশাও জিইয়ে রাখল প্রোটিয়ারা।

ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের হাতের মুঠোয়। জয়ের জন্য শেষ ওভারে কিউইদের দরকার ছিল মাত্র ৭ রান। হাতে ছিল পাঁচ পাঁচটি উইকেট। ক্রিজে ছিলেন ভয়ঙ্কর ব্যাটসম্যান রস টেলর। কিন্তু বোলিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাজিমাত করেন প্রোটিয়া পেসার 'স্টেন গান' খ্যাত ডেল স্টেইন। শেষ ওভারে মাত্র তিন রান দিয়ে নেন তিন উইকেট। 'স্টেন গান' চার ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন চার চারটি উইকেট। তারপরেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে জেপি ডুমিনির হাতে। কেননা ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের সময় মাঠে নেমে মাত্র ৪৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন।

১২তম ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলের পর পর তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটা তালুবন্দি করেছিলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। মাত্র ৩৭ বলে ৬২ রানের একটি ঝড়ো ইনিংসও খেলেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ওপেনার কেন উইলিয়ামসনও। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। টেলর-উইলিয়ামসনের মারকুটে ব্যাটিংয়ের পরও শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডের। ১৭১ রানের টার্গেটে খেলতে নেমে তাদের ইনিংস থেমে যায় ১৬৮ রানে। তবে প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনির জন্য ম্যাচটি হয়ে থাকল স্মরণীয়। দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে সাইক্লোনের গতিতে অপরাজিত ৮৬ রান করেন তিনি। তিন তিনটি বিশাল ছক্কার সঙ্গে ১০টি বাউন্ডারি। হাফ সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৩১ বলে। ডুমিনির দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড মাত্র ৩৯ রানে অলআউট হয়ে যায়। টি-২০ বিশ্বকাপে এটাই সর্বনিম্ন রান। পরে ৫ ওভারে শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পেঁৗছে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.