দুই দিনের ব্যবধানে জোকোভিচের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হারলেন সুইজারল্যান্ডের ফেদেরার। গত রোববার প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছিলেন সার্বিয়ার জোকোভিচ।
জোকোভিচের এটা টানা ১৮তম জয়। এবছরের ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারের পর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।
মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বদেশের দাভিদ ফেরারকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।