আমাদের কথা খুঁজে নিন

   

জোকোভিচের কোচ হলেন বরিস বেকার

টেনিস থেকে অবসরের পর ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ চালিয়ে যাওয়া বরিস বেকার ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, যার মধ্যে ১৭ বছর বয়সে জেতা উইম্বল্ডনও আছে।
আগের কোচ মারিয়ান ভায়দাকেও কোচিং স্টাফ হিসেবে রেখে দিচ্ছেন জোকোভিচ। বরিস বেকারকে তাই তিনি দিয়েছেন 'প্রধান কোচ' -এর তকমা।
এ বছর স্পেনের রাফায়েল নাদালের কাছে শীর্ষস্থান হারান জোকেভিচ। তবে বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে শীর্ষ বাছাই নাদালকে সহজেই হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।
আগামী বছর টেনিস বিশ্বের বর্তমানের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথ যে ভালোই জমবে, তার আভাস এখনই পাওয়া যাচ্ছে। বেকারকে কাছে পেয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে ভালোমতোই নামবেন তার মতোই ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.