অস্ট্রেলিয়ান ওপেনে ঘরের ছেলের মতোই সাবলীল সার্বিয়ার জোকোভিচ। ক্যারিয়ারে যে ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তার চারটিই অস্ট্রেলিয়ান ওপেন, জিতেছেন হ্যাটট্রিক শিরোপাও। বছরের প্রথম গ্র্যান্ড স্লামটিতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
২০০৮ এবং ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এখানে শিরোপা জিতেছেন জোকোভিচ।
স্বপ্ন পূরণের ঐ লক্ষ্যে বাড়তি জোকোভিচের অনুপ্রেরণা হিসেবে যোগ হচ্ছে কোচ বরিস বেকারের নাম।
ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী জার্মানির সাবেক এই তারকাকে কোচ হিসেবে পেয়ে দারুণ আত্মবিশ্বাসী বর্তমানে র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা জোকোভিচ।
রোববার মেলর্বোনে সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেন, “গত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা খুবই ভালো আছে। কঠিন পরিস্থিতিতে পাঁচ সেটের ম্যাচ খেলার জন্যে নিজেকে ফিট রাখতে দলের সঙ্গে আমি অনেক পরিশ্রম করছি। ”
নাদালও আছেন দারুণ ফর্মে। গতবছর ফেব্রুয়ারিতে চোট থেকে ফেরার পর ধারাবাহিক সাফল্যে দু'টি গ্র্যান্ড স্লামসহ জিতেছেন বেশ কটি শিরোপা।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও জোকোভিচের কাছ থেকে ছিনিয়ে নেন তিনি। তবে বছরের শেষটা আবার যথারীতি জোকোভিচময়। টানা চারটি শিরোপা জিতে বছর শেষ করেন তিনি। তার মধ্যে শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নাদালকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয় করেন ২৬ বছর বয়সী জোকোভিচ।
গত তিন বছরে সর্বমোট ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে ১০বার জিতেছেন জোকোভিচ।
ড্রতে দ্বিতীয় বাছাই জোকোভিচের অর্ধে পড়েছেন স্পেনের ডাভিদ ফেরার (৩য় বাছাই), সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাবরিঙ্কা (৮) ও চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ (৭)। সেমি-ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ফেরার।
বাছাইরা জয় পাবে ধরে নিলে কোয়ার্টার-ফাইনালে নাদালের প্রতিপক্ষ পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো। সেমি-ফাইনালে হারাতে হবে সাবেক এক নম্বর এবং রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার অথবা গত বছরের উইম্বলডনজয়ী অ্যান্ডি মারেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।