আমাদের কথা খুঁজে নিন

   

চারজনের তিনজনই যান ফেসবুকে

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহার বাড়ার কারণে বাংলাদেশে মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। মোবাইল ফোনে প্রতি চারজন অপেরা মিনি ব্রাউজার ব্যবহারকারীর তিনজনই ফেসবুকে যান। এর পরই আছে গুগল ও ইএসপিএন ক্রিকইনফো। সম্প্রতি প্রকাশিত অপেরা সফটওয়্যার বাংলাদেশের মোবাইল ওয়েব প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।  বাংলাদেশের বেশির ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবে যুক্ত হতে অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন।

গত বছর এ দেশে অপেরা মিনির ব্যবহার বেড়েছে ১২৯ শতাংশ। একই বছর স্মার্টফোনে অপেরা মিনির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২২০ শতাংশ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অপেরা মিনি ব্যবহারকারীর বেশির ভাগই নকিয়ার মোবাইল ফোন ব্যবহার করেন। নকিয়ার সেট ব্যবহার করেন ৭৭ শতাংশ অপেরা মিনি ব্যবহারকারী। স্যামসাং ও সিম্ফনি ব্যবহারের হার যথাক্রমে ৬ ও ৪ শতাংশ।

নকিয়ার ২৭০০সি-২, ৫১৩০সি-২ ও সি১-০১ সেট থেকে অপেরা মিনি বেশি ব্যবহূত হয়। মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে জাভার পরই রয়েছে অ্যান্ড্রয়েডের স্থান।  প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনে অপেরা মিনি ব্যবহারকারীরা সাধারণ ফোন ব্যবহারকারীদের চেয়ে ওয়েবসাইট দেখেন বেশি এবং বেশি তথ্য নিয়ে থাকেন। তাঁরা সাধারণ ফোন ব্যবহারকারীদের চেয়ে ১৩৬ শতাংশ বেশি ওয়েব পেজে যান।

অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, ‘বাংলাদেশের মোবাইল ফোন সংযোগদাতাদের থ্রিজি অবকাঠামোর প্রস্তুতি, স্মার্টফোনের সহজলভ্যতা এবং ব্যবহারকারীদের ওয়েবসাইটের প্রতি আগ্রহ ও কৌতূহল মোবাইল ইন্টারনেট বিপ্লবকে ত্বরান্বিত ও শক্তিশালী করবে।

’ গ্রামীণফোন ও এয়ারটেলের সঙ্গে অপেরা অংশীদারি চুক্তি করেছে। অপেরা সম্প্রতি সিম্ফনির সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে। সিম্ফনির পরবর্তী সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অপেরা থাকবে। m.opera.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে অপেরা মিনি নামানো যাবে। —নিজস্ব প্রতিবেদক



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.