আমাদের কথা খুঁজে নিন

   

সনদের স্বীকৃতি নিয়ে হেফাজতের অবস্থান রহসú

বাংলাদেশ কওমি ওলামা পরিষদের চেয়ারম্যান আল্লামা মুফতি ফোরকান মান্তেকী বলেছেন, একটি বিশেষ মহলের ইশারায় হেফাজত কওমি সনদ স্বীকৃতির স্বীকৃতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তা রহস্যজনক। তিনি বলেন, লাখ লাখ কওমি ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ডিগবাজি খেলা বন্ধ করে সনদের প্রয়োজনীয়তা ও বাস্তবতা উপলব্ধি করে স্বীকৃতি আদায়ে এগিয়ে আসুন। গতকাল এক বিবৃতিতে মুফতি মান্তেকী আরও বলেন, সম্প্রতি হেফাজতের বিবৃতি, সংবাদ সম্মেলনে উদ্দেশ্যমূলকভাবে যে বক্তব্য দিচ্ছে এতে আলেম সমাজে ফাটল সৃষ্টি হচ্ছে। এতে হিতে বিপরীত কিছু ঘটলে দায় হেফাজতকে নিতে হবে। তিনি বলেন, ১৫ নভেম্বর হেফাজত নেতারা-কর্মীদের শাহাদাতের জজবা দেখিয়ে ৫ মের মতো গাঢাকা দিলে আলেম সমাজে পরস্পর যোদ্ধাংদেহী মনোভাব সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ৫ মের খলনায়ক মুফতি ফয়জুল্লাহ ও মাঈনুদ্দীন রুহি আবারও তৎপর হয়ে উঠেছেন এবং ১৮ দল থেকে নমিনেশন নেওয়ার জন্য কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্রদের নিজেদের কর্মী বলে পরিচয় দিচ্ছেন। হেফাজত মহাসচিব মাওলানা বাবুনগরীকে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যথায় সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শফীর ইমেজ শেষ বয়সে প্রশ্নবিদ্ধ হতে পারে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.