আমাদের কথা খুঁজে নিন

   

তপন মাহমুদের কণ্ঠে 'মান্না দে'র গান

প্রয়াত কণ্ঠশিল্পী মান্না দে'র স্মরণে এবার গান গাইবেন রবীন্দ্র সংগীতশিল্পী তপন মাহমুদ। দৌলতুর রহমানের সংগীতায়োজনে 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' এবং 'এই কূলে আমি আর ওই কূলে তুমি' শীর্ষক গান দুটি রেকর্ড করেন তিনি। গানগুলো তার নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত করা হবে। এরই মধ্যে তিনি অ্যালবামের চারটি গানের রেকর্ডিং সম্পন্ন করছেন। এ প্রসঙ্গে তপন মাহমুদ বলেন, 'আমি রবীন্দ্রসংগীতের শিল্পী হলেও আমার পছন্দের কিছু গান রয়েছে। যেগুলো প্রায়ই আমি গেয়ে থাকি। মান্না দে'র 'কফি হাউস' গানটির দারুণ ভক্ত আমি। এ ছাড়া 'এই কূলে আমি আর ওই কূলে তুমি' গানটিও খুব পছন্দ করি। তাই মান্না দে'র প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ গান দুটি গেয়েছি।' তিনি আরও বলেন, 'কিছু দিন আগেও শ্রোতাদের একটি জোড়া অ্যালবাম উপহার দিয়েছি। অ্যালবাম দুটি নিয়ে বেশ সাড়াও পেয়েছি। শীঘ্রই আরেকটি জোড়া অ্যালবাম শ্রোতাদের উপহার দেব।' তপন মাহমুদের নতুন অ্যালবামটি হারানো দিনের গান এবং রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছে। এতে একই মোড়কে দুটি সিডিতে ১২টি করে মোট ২৪টি গান রাখা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.