আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি এক অদ্ভুত বিস্বাদ চুইংগাম...

আবীর শাকরান মাহমুদ

* রাজনীতির বর্তমান পরিস্থিতি দেখে এটাই মাথায় আসল, দ্বন্দ্ব এখন দুই দলের মাঝে না। শুধু ২টা শব্দের মাঝে, ‘নির্দলীয়’ আর ‘সর্বদলীয়’। সরকারি দলের পারস্পেক্টিভ হল, “ আলোচনায় বসুন। কিন্তু তালগাছটা আমাদের...” বিরোধী দলের কথা হল, “ আলোচনায় পরে যাওয়া যাবে। কিন্তু কাল হরতাল...” এমনে করলে কেমনে কি হবে বুঝতেসি না... * আমাদের ছোটবেলায় একটা চুইংগাম পাওয়া যেত।

নাম সম্ভবত ‘কালার বাবল গাম’। ৫ টাকায় এক প্যাকেট। এক প্যাকেটে ৫টা গাম। কার্টুনের প্যাকেটে থাকত হালকা সবুজ রঙের মিষ্টি চুইংগাম। নামটা ‘কালার’ রাখার কারণ ছিল, এটা চিবুনোর সাথে সাথে কালার চেঞ্জ হত।

সবুজ থেকে গোলাপি। তারপর আবার সাদা। আর তখন স্বাদটাও যেত চেঞ্জ হয়ে। আস্তে আস্তে চিবুতে চিবুতে তিতা বের হত। তখন বুঝতে হত- যতই চাবাচাবি চিবাচিবি কর আর চিবায়া লাভ নাই।

চুইংগামটা ফেলে দেয়ার টাইম হয়ে গ্যাছে। ‘রাজনীতি’, ‘তত্ত্বাবধায়ক সরকার’, ‘সংলাপ’, ‘নির্বাচন’- এসব শব্দগুলা এখন অইরকম সাদা চুইংগাম। তিতা ছাড়া আর কিছুই বের হচ্ছে না... হবে বলেও মনে হয়না। তিতা যদি খাইতেই হয়, করল্লা কিনে খাও। তাতে পুষ্টি আছে।

বেহুদা আর কতদিন এক চুইংগাম চিবাব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.