আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত ইবলিসের দল: মাওলানা ফরিদ

একজন

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে ‘ইবলিসের দল’ হিসাবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বৃহত্তম শোলাকিয়া ঈদগাহ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তির অন্বেষায় বাংলাদেশ আয়োজিত ‘শান্তি গণসমাবেশে’ তিনি এ কথা বলেন। বিএনপি জামায়াতকে ইন্ধন দিয়ে দেশে আবারো জঙ্গিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে- এমন অভিযোগ তুলে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দল দুটির ষড়যন্ত্র ও নৈরাজ্য বন্ধ করতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত কখনই দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেনি। এই দলের নেতারা মওদুদীবাদে বিশ্বাসী হয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে।

এদের হাতে দেশ, জাতি ও সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয় । যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে মাওলানা মাসউদ বলেন, যতদিন পর্যন্ত একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ রংপুর থেকে সে আন্দোলন শুরু হলো। পর্যায়ক্রমে সারা দেশে শান্তি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করা ও জামায়াত শিবিরের আর্থিক উৎস বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, জামায়াত-শিবির ৭১ ও ৭৫ সালে যা করেছে এখনো তাই করছে।

এরা আবারও দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। মওদুদী ও গোলাম আজমের লেখা সকল বই বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। মাওলানা মাসউদ বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপি-জামায়াত হরতালের নামে বোমাবাজি আর মানুষ হত্যা, জ্বালাও পোড়াও করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। শান্তির অন্বেষায় বাংলাদেশ রংপুর শাখার আহ্বায়ক সাখাওয়াত রাঙ্গার সভাপতিত্বে সমাবেশে মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম গামা মামা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত, ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক পরিচালক ড. শাহাদৎ হোসেন, প্রজন্ম-৭১ এর সভাপতি শাহীন রেজা নূর বক্তব্য রাখেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.