আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেত্রীর বিপরীতে পরিচালক

পরিচালক হিসেবে অঞ্জন আইচ পরিচিত। আগে তিনি বিভিন্ন পরিচালক ও নিজের কিছু নাটকে পাসিং শট দিলেও এবার তিনি পুরোদস্তুত অভিনেতা হয়েছেন। অভিনয় করেছেন মডেল-অভিনত্রী সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে। নাটকে তাকে দেখা যাবে একজন চিত্রনায়িকার ভূমিকায়। অঞ্জন আইচের পরিচালনায় 'ব্লু স্কাই অথবা রাত্রির গল্প' শিরোনামের নাটকে তাদের দেখা যাবে জুটি হয়ে অভিনয় করতে। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে নাটকটির। নাটকে দেখা যাবে, একজন জনপ্রিয় চিত্রনায়িকা মৌ। অভিনয়ের ব্যস্ততায় স্বামী ও সংসারে মনোযোগ দিতে পারেন না তিনি। তার স্বামী প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হঠাৎ এক দিন তার স্বামী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বন্ধ হয়ে যায় ব্যবসা। তবুও স্বামীকে প্রাধান্য না দিয়ে পরিচালকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মৌ। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটি এনটিভিতে প্রচার হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.