কুমিল্লার দেবিদ্বারে বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ দলীয় ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন চলাকালে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছে। শনিবার সকালে ওই ঘটনা ঘটে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে। এ ঘটনায় শনিবার দুপুরে থানার এস আই শ্যামল চক্রবর্তী বাদী হয়ে বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপি-ছাত্রদল কর্মীরা মহাসড়কে মানববন্ধনের নামে সড়ক অবরোধ, যানবাহন ও দোকান ভাঙচুরসহ পুলিশের উপর আক্রমণ করে। অপরদিকে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহম্মেদ জানান, পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধনে প্রথমে বাধা ও পরে হামলা চালায়।
ভাঙ্গায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ ১৫ বাড়ি-দোকান ভাঙচুর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গা পৌরসভার বাইশাখালী ও হাসামদিয়া মহল্লার অধিবাসীর মধ্যে গতকাল কয়েক দফা সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় ১৫টি বাড়ি ও দোকান। আহত হয়েছে তিনজন। ঘটনায় জড়িত সন্দেহে বাইশাখালী গ্রামের চারজনকে আটক করা হয়েছে। ফের সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।