টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিচার দাবিতে গতকাল নোয়াগাঁও এলাকাবাসী স্থানীয় এমপি মো. জাহিদ আহসান রাসেলের বাসভবন ঘেরাও করেন। এমপি ঈদুল আজহার পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন।
জানা যায়, চার বছর ধরে ওই সন্ত্রাসীদের বিচার দাবিতে বাপ্পী লস্কর ও সালাম লস্কর এমপির দ্বারে দ্বারে ঘুরছিলেন। প্রতিকার না পাওয়ায় তাদের সঙ্গে এলাকাবাসী যুক্ত হয়ে গতকাল বেলা সাড়ে ১১টার এমপির বাসভবন ঘেরাও দিয়ে অবরুদ্ধ করে রাখেন।
ভুক্তভোগী বাপ্পী লস্করের ভাই সালাম লস্কর জানান, প্রায় চার বছর আগে তারা জমিতে নির্মাণ কাজ শুরু করলে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ভাঙচুর চালায়। এ ঘটনায় টঙ্গী থানায় ও গাজীপুর আদালতে মামলা করা হলেও সন্ত্রাসীরা সরকার দলীয় হওয়ায় স্থানীয় এমপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।