কবি জীবনানন্দ দাশের ১১৫তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো একটি কনসার্টের আয়োজন করেছে বরিশালের জীবনানন্দ উৎসব উদযাপন পরিষদ।
জীবনানন্দ উৎসব নামে এ কনসার্টের মূল স্লোগান 'আমার সকল গান তবুও তোমারেই লক্ষ্য করে'। আজ বরিশালের বি এম কলেজ মাঠে অনুষ্ঠানটি হবে। আয়োজকরা জানান, জীবনানন্দ বরিশাল বিএম কলেজের ছাত্র এবং শিক্ষক ছিলেন, তাই এ কলেজেই পুরো অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সারাদিন আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বরিশালের স্থানীয় নানা সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করবে। সরকারি ব্রজমোহন কলেজের ভিপি মো. মঈন তুষার ও জিএস মো. নাহিদ সেরনিয়াবাত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের উদ্বোধন করবেন। ধ্রুপদী ডটকমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সন্ধ্যায় রয়েছে একটি কনসার্ট।
এ কনসার্টে জীবনানন্দ দাশের জন্য গান পরিবেশন করবেন মাকসুদ ও ঢাকার শিল্পী কফিল আহমেদ, গানের দল চিৎকার ও সহজিয়া। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।