আমাদের কথা খুঁজে নিন

   

টিউমারের পরিবর্তে পিত্ত অপারেশন

মৌলভীবাজারে ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নারীর বগলের টিউমার অপারেশন করতে গিয়ে পিত্ত অপারেশন করেছেন ডাক্তাররা।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রীমঙ্গল উপজেলার শাসন গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী আইরিন বেগম (৩৫) জানান, গত রবিবার বগলের টিউমার অপারেশনের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। ওইদিন বিকালেই পিত্তথলিতে অপারেশনের রোগীর স্থলে আইরিনকে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ডাক্তার সুব্রত কুমার রায় ও ডাক্তার ইশতিয়াক আলম তার পিত্ত অপারেশন করেন। বিষয়টি জানাজানি হলে ডাক্তাররা তার সব কাগজপত্র গায়েব করে ফেলেন। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক দীনেশ সুত্র ধর ও সিভিল সার্জন ডা. গোলাম আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে রোগীর কাগজপত্র গায়েবের ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.