আমাদের কথা খুঁজে নিন

   

পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না

প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি যুবকের। পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। যশোর শহরের লালদীঘিতে রবিবার রাতে এ ঘটনা ঘটে। খুলনা থেকে ডুবুরি এসে রাত ১১টায় যুবকের লাশ উদ্ধার করে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচ যুবক শহরের বঙ্গবাজার এলাকা থেকে ওই যুবককে ধাওয়া করে লালদীঘি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে মারধর শুরু করলে জীবন বাঁচাতে যুবকটি দীঘিতে ঝাঁপ দেয়। এরপর তাকে পাওয়া যাচ্ছিল না। যশোর কোতোয়ালি থানার ওসি জানান, স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে জানানো হলেও ডুবুরি না থাকায় তারা খুলনা ফায়ার সার্ভিসে খবর দেয়। সেখান থেকে ডুবুরি এসে লাশ উদ্ধার করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.