এপ্রিলের মাঝামাঝি হতে পারে ভারতের লোকসভা নির্বাচন। পাঁচ দফায় আয়োজিত ভোট প্রক্রিয়া গড়াবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে এ কথা জানা গেছে। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চ মাসের শুরুতেই নির্বাচন সম্পর্কিত চূড়ান্ত তথ্য সরকারিভাবে প্রকাশ করা হবে। এদিকে লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং সিকিমে বিধানসভা ভোট হবে। নির্বাচনের আগে শেষবারের মতো বসতে পারে লোকসভা। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। ৩১ মের মধ্যে নতুন লোকসভা গঠন করতেই হবে। টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।