আমাদের কথা খুঁজে নিন

   

আচরণবিধি সমাচার

রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই নির্বাচন কমিশন দশম সংসদ নির্বাচনের নির্বাচনবিধি চূড়ান্ত করতে যাচ্ছে। কমিশন খসড়া আচরণবিধি তৈরি করে তা তাদের ওয়েবসাইটে দিয়ে এক সপ্তাহের মধ্যে এ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছিল। কিন্তু কোনো রাজনৈতিক দল এ সম্পর্কে মতামত না দেওয়ায় নির্বাচন কমিশন ওই খসড়া আচরণবিধিকেই চূড়ান্ত করতে যাচ্ছে। খসড়া আচরণবিধি সম্পর্কে বিরোধী দল কেন মতামত দেয়নি, তা সহজেই বোধগম্য। প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন ১৮ দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। সে শর্ত পূরণ হওয়ার আগে নির্বাচন সম্পর্কিত অন্য কোনো বিষয়ে তারা মাথা ঘামাতে চাচ্ছে না। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কেও তাদের রয়েছে আপত্তি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দল নির্বাচন কমিশনের খসড়া নির্বাচনী আচরণবিধিকে সম্ভবত নিজেদের প্রস্তাব বলেই ভাবছে। এ সম্পর্কে কোনো মতামত দেওয়ার প্রয়োজনই তারা বোধ করেননি। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে রাজনৈতিক দলগুলো কোনো মতামত না দিলেও সাধারণ মানুষের মতামত থেকে নির্বাচন কমিশন বঞ্চিত হয়নি। তবে এ মতামতের বেশির ভাগই তাদের জন্য সুখকর নয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও জনসংযোগ শাখায় এ সম্পর্কে যে মতামত এসেছে তাতে একজন মতামতদানকারী কমিশনকে রাবিশ বলে অভিহিত করেছেন। নির্বাচন কমিশনারদের বলা হয়েছে, 'সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। সরকারের গৃহপালিত হয়ে থাকবেন না।' আমরা মনে করি, এই তাৎপর্যপূর্ণ মন্তব্যে পুরো দেশবাসীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের করণীয় কি তা বলে দেওয়া হয়েছে। কমিশন এ বিষয়ে সচেতন হলে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যে সংশয় দেখা দিচ্ছে, তার অবসান ঘটবে। নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন কমিশনের একটি রুটিন ওয়ার্ক। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচনবিধি প্রণয়ন করা হয়। এ আচরণবিধি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর আগ্রহের অভাব নির্বাচন কমিশনের মর্যাদাকেই ক্ষুণ্ন করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন সমগ্র জাতির আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হবে আমরা তেমনটিই দেখতে চাই। এ ক্ষেত্রে কোথায় ঘাটতি আছে তা তাদের নিজেদের স্বার্থেই যাচাই করে দেখা উচিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.