আমাদের কথা খুঁজে নিন

   

বাবা-মার প্রতি সদাচারণ

বাবা-মার সঙ্গে অসদাচারণের ঘৃণ্য প্রবণতা আমাদের সমাজে মাথাচাড়া দিয়ে উঠছে। এমনকি জন্মদাতা বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করতেও কেউ কেউ পিছপা হচ্ছে না। বাবা-মায়ের সঙ্গে সদাচরণ ইসলামী অনুশাসনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 'মাতা-পিতার সন্তুষ্টিতে আল্লাহপাক সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তোষে মহান আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। (তিরমিযি)

বাবা-মাকে শারীরিকভাবে আঘাত করা দূরের কথা মনে কষ্ট দেওয়ার মতো আচরণ করাও ইসলামী দৃষ্টিতে অপরাধের শামিল। যারা বাবা-মাকে হত্যার মতো জঘন্য অপরাধ করে তাদের জন্য কেয়ামতে সর্বোচ্চ শাস্তিদানের ঘোষণা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামত দিবসে ওই ব্যক্তি সর্বাপেক্ষা কঠিন শাস্তির সম্মুখীন হবে, যে কোনো নবীকে হত্যা করেছে কিংবা যে তার বাবা-মাকে হত্যা করেছে। (মেশকাত) নবী রাসূলকে হত্যা করা কত বড় পাপ তা সহজে অনুমেয়। যারা বাবা-মার হত্যাকারী তাদের পাপকে নবী রাসূল হত্যার পাপের মতোই শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে শেষ বিচারের দিনে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জীবদ্দশায় বাবা-মায়ের সেবা ও তাদের কথা মেনে চলার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুর পরও বাবা-মার প্রতি সন্তানের সদাচরণ যাতে অব্যাহত থাকে সে তাগিদও দিয়েছেন তিনি। হজরত আবু উসাইদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার নবীজীর সঙ্গে উপস্থিত ছিলাম। বনু সলিম গোত্রের এক ব্যক্তি এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল বাবা-মায়ের মৃত্যুর পর আমার কি করণীয় আছে, যার দ্বারা আমি তাদের প্রতি সদাচরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, প্রথমত, তাদের জন্য আল্লাহর করুণা কামনা করা, দ্বিতীয়ত, তাদের আত্দার মাগফিরাত কামনা করা, তৃতীয়, তাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি পূর্ণ করা, চতুর্থত, পিতা-মাতার সঙ্গে সম্পৃক্ত আত্দীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা ও পঞ্চমত, তাদের বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের শ্রদ্ধা করা। (মেশকাত শরিফ)।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.