সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com
✦ 'ইমান হল সহিষ্ণুতা ও উদারতার নামান্তর' [ত্বাবারানী, সহীহুল জা'মে/২৭৯৫]
✦ 'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]
✦ 'যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, সে ব্যক্তি সর্ব প্রকার কল্যান থেকে বঞ্চিত' [আহমাদ, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সহীহুল জা'মে/৬৬০৬]
✦ 'অবশ্যই আল্লাহ কৃপাময়। তিনি কোমলতা পছন্দ করেন। আর কোমলতার উপর যা প্রদান করেন, তা কঠোরতার উপর বরং এ ব্যতীত অন্য কিছুর উপর প্রদান করেন না' [মুওলিম/২৫৯৩]
✦ 'নম্রতা যে বিষয়ে থাকে সে বিষয়কে তা সৌন্দর্য্যমন্ডিত করে তোলে। আর যে বিষয়কে নম্রতা থেকে খালি করা হয়, সে বিষয় সৌন্দর্যহীন হয়ে যায়' [আহমাদ, মুসলিম, সহীহুল জা'মে/৫৬৫৪]
✦ 'একদা মা আয়েশা এক ব্যক্তিকে কঠোরতার সাথে কিছু বললে মুহাম্মাদ সা. বললেন, 'থামো আয়েশা! কোমলতা অবলম্বন করো এবং কঠোরতা এবং অশ্লীলতা থেকে দূরে থাকো...' [বুখারী, সহীহুল জা'মে/৬৬২৭]
✦ (দ্বীন প্রচারের ক্ষেত্রে) তোমরা সরলতা ব্যবহার করো, কঠোরতা ব্যবহার করো না, মানুষের মনকে খোশ করো এবং তাদের মনে ঘৃণা সৃষ্টি করোনা' [আহমাদ, বুখারী, মুসলিম, নাসাঈ, সহীহুল জা'মে/৭৮৭১]
✦ 'তুমি ক্ষমার অভ্যাস বানাও, সৎকাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা করো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ' [সুরা আ'রাফ/১৯৯-২০০]
✦ 'যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে' [বুখারী/মুসলিম]
✦ ‘তোমরা আপোসে বিবাদ করো না; নচেত তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হয়ে যাবে’ [সুরা আনফাল/৪৬]
✦ 'যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং যা উত্তম তার অনুসরণ করে, ওদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং ওরাই হল জ্ঞানসম্পন্ন লোক' [সুরা যুমার : আয়াত ১৮]
✦ 'নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি' [সুরা ইনশিরাহ/৫-৬]
✦ 'ধৈর্যের সাথেই আছে বিজয়, বিপদের পাশেই আছে উদ্ধারের পথ এবং কষ্টের সাথেই আছে স্বস্তি' [সহীহুল জা'মে/৬৮০৬]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।