শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত শুক্রবার অনুষ্ঠিত হলো কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। সাবেক ব্রিটিশ-শাসনভুক্ত দেশগুলোকে নিয়ে গঠিত কমনওয়েলথের এবারকার শীর্ষ সম্মেলন ছিল নানা দিক থেকে নিষ্প্রভ। ৫৩ সদস্য দেশের কলম্বো শীর্ষ সম্মেলনে কমনওয়েলথের সবচেয়ে বৃহত্তম দেশ ভারতের প্রধানমন্ত্রী যোগ দেননি। যোগ দেননি কানাডা ও মারিসাসের প্রধানমন্ত্রীও। শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথের তিনটি গুরুত্বপূর্ণ দেশের সরকারপ্রধানরা অংশ না নেওয়ায় সম্মেলন অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়ে। কলম্বো শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এবারের শীর্ষ সম্মেলনে ব্রিটিশ রানী এলিজাবেথ যোগ দিতে পারেননি তার বার্ধক্যের কারণে। রানীর প্রতিনিধি হিসেবে যোগ দেন যুবরাজ চার্লস। শীর্ষ সম্মেলনের আগে শ্রীলঙ্কা সরকার তামিল বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচনার মুখে পড়ে। যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে শ্রীলঙ্কার বাগ্যুদ্ধও শুরু হয়। কলম্বো শীর্ষ সম্মেলনে এ নিয়ে খুব একটা হৈচৈ না হলেও দ্বিপক্ষীয় আলোচনায় শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। মালদ্বীপ সম্পর্কেও কঠোর মনোভাব নিয়েছে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। সে দেশের রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মালদ্বীপকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে গণতন্ত্রের জন্য প্রধান বাধা হিসেবে অভিহিত করে সম্মেলনে তাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। কলম্বোর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি এবার যে পক্ষপাতিত্ব দেখানো হয়েছে, তা নানা কারণে তাৎপর্যপূর্ণ। বলা যায়, প্রতিটি দেশের সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়টি জড়িত। মালদ্বীপের নিরাপত্তা বাহিনী নির্বাচিত সরকারকে যেভাবে পদত্যাগে বাধ্য করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বাচনে দেশবাসীর রায় উল্টে দেওয়ার যে অপখেলা তারা চালাচ্ছে, তাও দুর্ভাগ্যজনক। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন মালদ্বীপের কায়েমি স্বার্থবাদীদের কুমতলবকে নিরস্ত করতে পারলে তা হবে এক বিরাট অর্জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।