আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ম্যাচে জিতে শীর্ষে অস্ট্রেলিয়া

শুরুটা দেখে মন্তব্য করা কতটা বোকামি তার প্রমাণই বোধ হয় দিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। গতকাল ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২১২ রান করার পর কে ভেবেছিল ম্যাচটা তারা জিতবে! অথচ হলো তাই। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরও দেখা গেল ৫ রান হাতে আছে অস্ট্রেলিয়ার! পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে গতকাল শেষ ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচ টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করে নিয়েছিল অসিরা। গতকাল ওভালের ম্যাচটা ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে চতুর্থ ওয়ানডেতে জয় পাওয়ার পর গতকালের ম্যাচটা ইংলিশদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। অন্তত সিরিজ হারলেও ম্যাচটা জিতে সম্মান নিয়ে ফিরতে পারত ইংলিশরা। কিন্তু তা আর হলো কই! ৪-১ ব্যবধানেই সিরিজটা জিতল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২১৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৯.৪ ওভারে ২১২ রান তুলতেই অলআউট হয় ইংল্যান্ড। ৫ রানের এই জয়ে ২০১২ সালের জুলাইয়ের পর প্রথম বারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.