আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামন্ত্রীর নির্দেশনা

বিশিষ্ট ব্যক্তিদের সম্মান ও সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, এখন থেকে সম্মান বা সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। সংবর্ধনা ও পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করাও যাবে না। ৫ জানুয়ারির পর ভোটারবিহীন একতরফা নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের মধ্যে সংবর্ধনা নেওয়ার মচ্ছব শুরু হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিরূপ সমালোচনার পর শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য আশা করা হচ্ছিল। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী সে দায়িত্ব সম্পন্ন করলেন। শিক্ষামন্ত্রী সংসদ সদস্য, মন্ত্রী বা রাজনীতিবিদদের প্রতি সম্মান প্রদর্শনে শিক্ষার্থীদের আর রাস্তায় দাঁড় করানো যাবে না বলে যে ঘোষণা দিয়েছেন তা প্রশংসাযোগ্য। তবে মন্ত্রীর এ নির্দেশনা আমাদের রাজনীতির বেপরোয়া কুশলীবরা কতটা গ্রাহ্য করবেন তা সময়ই বলে দেবে। সবারই জানা, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের সম্পাদকীয় কলামে সে নির্দেশনার প্রশংসা করে কলমও ধরা হয়। কিন্তু সে নির্দেশনা যে মানা হয়নি, দেশের বিভিন্ন স্থানে এমপি-মন্ত্রীদের সংবর্ধনার মচ্ছব তারই প্রমাণ। বিশিষ্টজনদের সংবর্ধনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা নৈতিক ও আইনগত দিক থেকে অন্যায় হওয়া সত্ত্বেও সে অন্যায়ের কাছে আত্দসমর্পণ করতে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাধ্য হয়েছেন। আমরা আশা করব, শিক্ষামন্ত্রীর এবারের ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের অপব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবে। তবে সংসদ সদস্য, মন্ত্রী বা এ জাতীয় অতি ক্ষমতাধরদের নির্দেশ থাকলে তা অগ্রাহ্য করা শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা তা এখন দেখার বিষয়। সংসদ সদস্য, মন্ত্রী বা যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা সুবুদ্ধি ও সুবিবেচনার দ্বারা পরিচালিত হবেন- জাতি এমনটিই দেখতে চায়। শিশুদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা আদায় গণতান্ত্রিক চেতনার সঙ্গে একান্তই বেমানান। এ ধরনের সামন্ততান্ত্রিক ধ্যান-ধারণা যত তাড়াতাড়ি দূর করা যাবে তা গণতন্ত্রের জন্য মঙ্গল। ক্ষমতাসীনদের সুনামের জন্য তো বটেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.