আমাদের কথা খুঁজে নিন

   

আল্ট্রা মডার্ন আবেদন পত্র

আবেদনপত্র লেখার চর্চা সবার

স্কুলেই শুরু হয়। তারপর জীবনের নানা প্রয়োজনে সেই চর্চার প্রয়োগ চলে। প্রয়োজন ছাড়াও যে সেই চর্চা করে যেতে হয় সেটা বিচিত্র পরিস্থিতির মুখোমুখি না হলে কে জানবে? তাই, কয়টি আল্ট্রা মডার্ন আবেদনপত্র নিবেদন...

বরাবর

ককটেল নিক্ষেপকারী

শ্যাওড়াপাড়া, ঢাকা

বিষয় : দেখেশুনে ককেটল নিক্ষেপ করার জন্য আবেদন।

জনাব, সবিনয় নিবেদন এই যে, আপনি যে এলাকায় ককটেল বিস্ফোরণ করেন আমি সেই এলাকার একজন পথচারী। গত হরতালে কাজে বেরিয়েছিলাম। আপনার সচেতনতার অভাবে অল্পের জন্য ককটেল থেকে বেঁচে ফিরেছিলাম। কানে এখনো বেশ কম শুনছি। আপনার কাজ ককটেল ফোটানো, আপনার দায়িত্ব আপনি পালন করুন। একটু যদি মানুষ দেখেশুনে ফাঁকা জায়গায় বিস্ফোরণ করতেন তবে মানুষ ভয়ও পেত, কিন্তু কেউ আহত হতো না।

অতএব বিনীত প্রার্থনা এই যে, একটু দেখেশুনে ককটেল বিস্ফোরণ করে আমাদের আরও কিছুদিন অক্ষত থাকার সুযোগ দিন।

বিশেষভাবে উল্লেখ্য, আমি সদ্য বিবাহিত।

নিবেদক

আপনার একান্তই পথচারী আবুল মিয়া হাবু

বরাবর

হবু শ্বশুর আব্বা

ধানমন্ডি, ঢাকা

বিষয় : হরতালে নীলাকে ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রদান প্রসঙ্গে।

জনাব, সবিনয় নিবেদন এই যে, আপনার মেয়ের সঙ্গে আমার প্রেমের বয়স সাড়ে আড়াই মাস। আমরা সপ্তাহে চার দিন ঢাকার বিভিন্ন জায়গায় বেড়াই। আমাদের অভিসারের কারণে বেশকিছু পেশাজীবী জীবিকা নির্বাহ করে সংসার চালায়। যেমন রিকশাওয়ালা, বাদাম বিক্রেতা, রেস্টুরেন্টের মালিক। গত কিছুদিন হরতালের কারণে ক্লাস নেই অজুহাতে আপনি আপনার মেয়েকে বাসা থেকে বের হতে দিচ্ছেন না। এতে করে আমাদের ডেটিং যেমন ব্যাহত হচ্ছে তেমন করে, না খেয়ে হয়তো জীবন কাটাচ্ছে এসব পেশাজীবীর পরিবার।

অতএব বিনীত প্রার্থনা এই যে, হরতালে আপনার মেয়েকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়ে এসব পেশাজীবীকে আয় করার সুযোগ দেবেন।

নিবেদক

আপনার বাধ্যগত হবু জামাই রাজু

বরাবর

একজন হইলেই হইছে

ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ দফতর, মিরপুর

বিষয় : সুন্দরবনের টাইগারদের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন।

জনাব সবিনয় নিবেদন এই যে, আমরা বাংলাদেশে যাওয়ার আগে ইন্টারনেট ঘেঁটে দেখেছিলাম বাঘ কেবল বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায়। কিন্তু আমরা খেলতে নেমে দেখি বাঘ সব মাঠে। আমরা ভুল করিনি, গ্যালারি থেকেও ওদেরকে টাইগার

ডাকা হচ্ছিল। যা হওয়ার তাই হলো, বাঘ আমাদের অাঁচড় দিয়ে দিল। মানে কি, আমরা কি বাঘের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিলাম?

অতএব বিনীত প্রার্থনা এই যে, সুন্দরবনের বাঘদের ভুলেও খেলার মাঠে নামতে দেওয়া যাবে না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে বাধিত করবেন।

নিবেদক

পরাজিত নিউজিল্যান্ড ক্রিকেট টিম

সংযুক্তি : আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজের স্কোরকার্ড।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.