থাইল্যান্ড পার্লামেন্টের নিম্নকক্ষে রাজনৈতিক ক্ষমা আইন (অ্যামনেস্টি) পাস হয়েছে গতকাল। এ আইন উচ্চকক্ষ সিনেটে পাস হলে থাইল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরতে পারবেন। ৩১০-০ ভোটে আইনটি নিম্নকক্ষে পাস হয়। তবে এ বিতর্কিত আইন অনুমোদনের সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেট পার্টি। এ আইন অনুমোদন পেলে বিক্ষোভ শুরু হবে বলে সতর্ক করেছে দেশটির বিরোধী দল। উল্লেখ্য, ২০০৮ সালে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন থাকসিন। এর পর তিনি স্বেচ্ছা নির্বাসনে যান। এতে থাকসিন সমর্থকরা ব্যাপক বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনীর হাতে ৯০ জন নিহত হন। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।