আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের তাপে দুঃখগুলো, কষ্টগুলো জলীয়বাস্প হয়,

সূর্যের তাপে দুঃখগুলো, কষ্টগুলো জলীয়বাস্প হয়,তারপর, মেঘহয়ে জমে হৃদয়ে আর চোখের গহীনে তারপর বৃষ্টি ঝরায়। ভালো্বেসে মর্তেরমানুষের কাছে পেয়েছি শান্তি পুলক বাঁচার স্বাদ তার চেয়ে পেয়েছি অপমান অবহেলা অপবাদ। ভালোবাসার ইচ্ছেটাকে গলাটিপে মারতে ‍উদ্যত হলাম দেখি আমিও মারা যাচ্ছি! তাহলে আমি আর ভালোবাসা কি নিবিড় সূত্রে গাঁথা গীতিকা কিংবা পাঁচালী ? আবার মানুষেরে ভালোবেসে মিশে গেলাম লোকালয়ে। ০৯।০১।২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।